জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। শনিকে কর্মফল ও ন্যায়ের দেবতা হিসাবে মানা হয়ে থাকে। শনির সাড়েসাতি ও ঢাইয়া ব্যক্তিকে কঠিন থেকে কঠিনতম অবস্থায় ফেলে। তবে এত সবের মধ্যেই শনিদেব কিছু রাশিকে খুব পছন্দ করেন। এই রাশিদের কোনও দুঃখ ছুঁতে পারে না। আসুন দেখে নিন সেই রাশি কারা।
বৃষ রাশি
শুক্র গ্রহের রাশি বৃষে শনিদেবের অপার কৃপা রয়েছে। বৃষ রাশির জাতকদের ওপর শনির অশুভ প্রভাব খুবই কম পড়ে। শনির কৃপায় এই রাশিরা অপার সুখ-সমৃদ্ধি লাভ করে থাকেন। জাগতিক সব ধরনের সুবিধা পান এরা।
তুলা রাশি
তুলা রাশি শনিদেবের খুবই প্রিয়। এই রাশিদের জীবনে ভারসাম্য ও ন্যায় দুটোই সমান পরিমাণে থাকে। শনিদেব এই রাশিদের সব সময় কৃপা করে থাকেন। তুলা রাশিতে শনি উচ্চে থাকে। তাই শনিদেব এদের শুভ ফল দিয়ে থাকেন। তুলা রাশির জাতকেরা পরিশ্রমী, কর্মঠ, বিশ্বাসী ও উদার হয়ে থাকেন। তাই শনিদেব এদের ওপর প্রসন্ন হন।
মকর রাশি
এই রাশির স্বামী স্বয়ং শনিদেব। মকর রাশি শনির প্রিয় রাশিদের মধ্যে একটিয মকর রাশির ওপরও শনির কৃপা সব সময় থাকে। মকর রাশির জাতকেরা স্বভাবে খুব পরিশ্রমী ও উৎসাহিত হতে থাকে। নিজের পরিশ্রমে প্রত্যেক কাজে এরা সফলতা পানয শনির দয়ায় এদের জীবনে ধন-দৌলত, মান-সম্মান ও সফলতা প্রাপ্তি হয়।
কুম্ভ রাশি
মকর রাশির মতোন শনিদেব কুম্ভ রাশিরও অধিপতি। তাই এই রাশির জাতকদের ওপর শনির প্রকোপ কম পড়ে। শনিদেবের বিশেষ কৃপা থাকে এদের ওপর। কুম্ভ রাশির জাতকদের আর্থিক সমস্যা থাকে না। এই রাশির জাতকদের জীবনে অনেক সুযোগ আসে। কুম্ভ রাশির জাতকেরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেন।
ধনু রাশি
গুরুর রাশি ধনু শনিদেবের খুবই প্রিয়। গুরু ও শনির খুব ভাল মিত্রতা। তাই শনিদেব এই রাশির ওপর নিজের কৃপাদৃষ্টি দিয়ে থাকেন। এই রাশিতে সাড়েসাতি ও ঢাইয়া চললেও এই রাশিদের শনি বিশেষ কষ্ট দেন না।