
শনিদেব হলেন ন্যায় ও কর্মফল দাতা। ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ভাল ও খারাপ ফল প্রদান করে থাকেন শনি। এই মুহূর্তে শনি বৃহস্পতির রাশি মীনে বক্রী অবস্থায় আছেন। এই মীন রাশিতে থাকাকালীন ২০২৬-এ শনি ভাল সময় নিয়ে আসবেন। নতুন বছরে শনিদেব মীন রাশিতে উদিত হতে চলেছেন, এর ফলে জীবনে অত্যন্ত ভাল পরিস্থিতি আসতে চলেছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতকেরা ২০২৬-এ শনির কৃপা পাবেন।
বৃষ রাশি
শনির উদয়ের ফলে বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য পরিস্থিতি অনুকূল হতে চলেছে ৷ শনির উদয়ের ফলে এই রাশির জাতকেরা ভাল সময়ের মধ্যে দিয়ে যাবে। বিরাট সাফল্য নতুন নতুন সাফল্য আসতে পারে ৷ জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পাবেন জাতক-জাতিকা, নতুন করে জীবন শুরু করতে পারবেন। জীবনে নতুন কিছু দায়িত্ব আসবে।
মকর রাশি
মকর রাশির জন্য শনির উদয় অত্যন্ত ভাল ফল পাবেন। এই সময় এই রাশিদের জন্য ভাল সময় নিয়ে আসবে। সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে, সামাজিক মান-সম্মান বৃদ্ধি পাবে। জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পাবেন, টাকা পয়সার সঙ্গে বাড়ি, গাড়ি পাবেন জাতক-জাতিকা। নতুন বছরে আরও ভাল সময় আসবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। নতুন বছরে বাড়ি-গাড়ি কিনতে পারবেন।
মিথুন রাশি
নতুন বছরে শনিদেব মিথুন রাশিকে সুখবরে ভরিয়ে দেবেন। শনিদেব এই রাশির অষ্টম ও নবম ঘরের স্বামী ৷ এর ফলে কাজে ভাল পরিস্থিতি তৈরি হতে চলেছে। আর্থিক অবস্থা আগের চেয়ে আরও সুন্দর ও সুরক্ষিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভাল হতে চলেছে। টাকা-পয়সার সঙ্গে বাড়ি-গাড়িও পাবেন জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)