Advertisement

Shani Gochar 2023 Lucky Zodiac Sign : ১৭ জানুয়ারি ৩০ বছর পর কুম্ভে প্রবেশ শনির, অর্থ-প্রাচুর্যে ভরে যাবে ৪ রাশি

৩০ বছর পর, শনি তার রাশিচক্র পরিবর্তন করবে এবং নিজের রাশি কুম্ভে (Kumbh Rashi) প্রবেশ করবে (Shani Gochar 2023)। আগামী ১৭ জানুয়ারী ২০২৩-এ ট্রানজিট (Saturn Transit 2023) হতে চলেছে শনির। আর শনির এই রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবন থেকে সাড়ে সাতি ও ঢাইয়া কেটে যাবে। অন্যদিকে আবার কিছু রাশিতে শনির সাড়ে সাতি ও ঢাইয়া শুরু হবে। চলুন জেনে নেওয়া যাক শনির গোচর কোন কোন রাশির জাতক জাতিকাদের শুভ ফল দিতে চলেছে।

শনির গোচরশনির গোচর
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Jan 2023,
  • अपडेटेड 10:07 PM IST
  • গোচর করবে শনি
  • প্রবেশ করবে কুম্ভে
  • ৪ রাশির জন্য মঙ্গলময়

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে গ্রহগুলি জীবনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে তারমধ্যে অন্যতম শনি। শনি দীর্ঘ সময় ধরে একই অবস্থানে থাকে এবং কর্ম অনুসারে ফল দেয়। তাই জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২০২৩ সালের শুরুতেই গোচর (Shani Transit 2023) করতে চলেছে শনি গ্রহ। ৩০ বছর পর, শনি তার রাশিচক্র পরিবর্তন করবে এবং নিজের রাশি কুম্ভে (Kumbh Rashi) প্রবেশ করবে (Shani Gochar 2023)। আগামী ১৭ জানুয়ারী ২০২৩-এ ট্রানজিট (Saturn Transit 2023) হতে চলেছে শনির। আর শনির এই রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবন থেকে সাড়ে সাতি ও ঢাইয়া কেটে যাবে। অন্যদিকে আবার কিছু রাশিতে শনির সাড়ে সাতি ও ঢাইয়া শুরু হবে। চলুন জেনে নেওয়া যাক শনির গোচর কোন কোন রাশির জাতক জাতিকাদের শুভ ফল দিতে চলেছে।

মেষ রাশি (Aries) : মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির গোচর খুবই উপকারী হবে। কর্মজীবনে বড় সাফল্য পেতে পারেন। অর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। সম্পত্তি থেকেও লাভের সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের লাভ বাড়বে। সামগ্রিকভাবে, বিভিন্ন উপায়ে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে।

বৃষ রাশি (Taurus) : বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির গোচর খুবই শুভ বলে প্রমাণিত হবে। জাতকেরা প্রতিটি কাজে সাফল্য পেতে শুরু করবে। বিভিন্ন বাধায় যে সমস্ত কাজ আটকে ছিল, সেগুলি সম্পন্ন হবে। জীবনে প্রেম, অর্থ ও উন্নতির পথ খুলে যাবে।

আরও পড়ুন

ধনু রাশি (Sagittarius) : ধনু রাশির জাতক জাতিকারা শনির এই গোচরের ফলে সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। যার জেরে দীর্ঘদিনের টেনশন, সমস্যা থেকে মুক্তি মিলবে। কাজে সাফল্য আসবে। পুরনো রোগ থেকে মুক্তি মিলবে। মানসিক সমস্যা দূর হবে।

কুম্ভ রাশি (Aquarius) : কুম্ভ রাশির জাতক-জাতিকারাও শনির এই গোচরের ফলে দারুণ উপকার পাবেন। নতুন চাকরি পেতে পারেন। বড় সাফল্য অর্জন হতে পারে। ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে পারেন। জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement