Advertisement

Shani Bakri Effect: সূর্যের দৃষ্টিতে শনির শক্তি বৃদ্ধি, পুজোর আগে দেদার টাকা ৩ রাশির

Shani Gochar 2025: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সম্প্রতি সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে। আর সেই সঙ্গে মীন রাশিতে অবস্থানরত বক্রগতির শনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। সাধারণত সূর্য আর শনি একে অপরের শত্রু গ্রহ হলেও এবার তৈরি হয়েছে এক বিশেষ যোগ।

শনির কৃপায় এই ৩ রাশি।শনির কৃপায় এই ৩ রাশি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2025,
  • अपडेटेड 7:26 PM IST
  • বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সম্প্রতি সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে।
  • মীন রাশিতে অবস্থানরত বক্রগতির শনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন।
  • সাধারণত সূর্য আর শনি একে অপরের শত্রু গ্রহ হলেও এবার তৈরি হয়েছে এক বিশেষ যোগ।

Shani Gochar 2025: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সম্প্রতি সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে। আর সেই সঙ্গে মীন রাশিতে অবস্থানরত বক্রগতির শনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। সাধারণত সূর্য আর শনি একে অপরের শত্রু গ্রহ হলেও এবার তৈরি হয়েছে এক বিশেষ যোগ। সূর্যের দৃষ্টি পড়েছে শনির উপর। এর ফলে ১৭ অক্টোবর পর্যন্ত শনি দ্বিগুণ শক্তি লাভ করবেন। এই সময়ে কয়েকটি রাশির জাতকদের জীবনে আসতে পারে সাফল্য, ধনলাভ ও নানা শুভফল।

কর্কট
কর্কট রাশির জাতকদের জন্য সূর্য-শনি সংযোগ আশীর্বাদের মতো কাজ করবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের প্রস্তাব। যাঁরা দীর্ঘ অসুস্থতায় ভুগছিলেন, তাঁরাও কিছুটা আরাম পাবেন। পরিবারের মধ্যে মিলবে শান্তি, আর মানসিক চাপও কমে যাবে। ধর্মীয় ও শুভকাজে অংশ নেওয়ার সুযোগ আসবে।

তুলা
তুলা রাশির জন্য এই সময় বিশেষভাবে লাভজনক। কর্মক্ষেত্রে মিলবে প্রশংসা, হতে পারে পদোন্নতির সম্ভাবনাও। আর্থিক লাভের যোগও রয়েছে প্রবলভাবে। তবে খরচের দিকটায় সচেতন থাকতে হবে। প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবেন সহজেই। কোথাও থেকে হঠাৎ সম্পত্তি বা টাকা আসারও ইঙ্গিত মিলছে।

মকর
মকর রাশির জাতকদের জন্য এই সময় সম্মান ও মর্যাদা বাড়ার যোগ আছে। সমাজে প্রভাবশালী হয়ে উঠতে পারেন। বহুদিন ধরে যে কাজ স্থবির হয়ে ছিল, তা আবার গতি পাবে। স্বাস্থ্যও ভালো থাকবে। শনির প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে, নতুন উদ্যোগ নেওয়ার জন্যও সময় একেবারেই অনুকূল। জীবনে আসবে নতুন আনন্দ ও ইতিবাচক পরিবর্তন।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement