Advertisement

Shani Gochar 2026: শনির পারফেক্ট পজিশন! ২০২৬ এ এই দিন থেকে ৩ রাশির ভাগ্যোন্নতি

Shani Gochar 2026: শনিদেবের বিষয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। ভাবেন শনির দৃষ্টি মানেই খারাপ ফল। কিন্তু বাস্তবে শনির সঠিক, শুভ গোচর কোন জাতক/জাতিকার জীবনে সৌভাগ্যের বন্যা এনে দিতে পারে।

ঠিক কবে থেকে শনির এই গোচর হচ্ছে?ঠিক কবে থেকে শনির এই গোচর হচ্ছে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 8:19 PM IST
  • শনিদেবের বিষয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে।
  • বাস্তবে শনির সঠিক, শুভ গোচর কোন জাতক/জাতিকার জীবনে সৌভাগ্যের বন্যা এনে দিতে পারে।
  • শুভ শনি গোচরের প্রভাবে ৩ রাশির জীবনে শুভ সময় আসতে চলেছে।

Shani Gochar 2026: শনিদেবের বিষয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। ভাবেন শনির দৃষ্টি মানেই খারাপ ফল। কিন্তু বাস্তবে শনির সঠিক, শুভ গোচর কোন জাতক/জাতিকার জীবনে সৌভাগ্যের বন্যা এনে দিতে পারে। তেমনই এক শুভ শনি গোচরের প্রভাবে ৩ রাশির জীবনে শুভ সময় আসতে চলেছে। নতুন বছর ২০২৬ এ এই ৩ রাশির হাতে অর্থপ্রাপ্তি, কেরিয়ারে উন্নতির যোগ প্রবল। খালি একটি বিষয় মাথায় রাখতে হবে। এই সময় সততার সঙ্গে ও অহংকার ত্যাগ করে পরিশ্রম করতে হবে। তাহলেই সেই শুভ ফল হাতেনাতে পাবেন। কিন্তু ঠিক কবে থেকে শনির এই গোচর হচ্ছে? কেনই বা হচ্ছে? আসুন আগে সেই বিষয়ে সংক্ষেপে জেনে নেওয়া যাক।

বৈদিক পঞ্জিকা বলছে, ২০২৬ সালে ছোট বড় একাধিক গ্রহের রাশি আর নক্ষত্র পরিবর্তিত হবে। তালিকায় থাকছেন কর্মফলদাতা শনি দেবও। এই গোটা বছরই তিনি মীন রাশিতে অবস্থান করবেন। প্রথমে ২০ জানুয়ারি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে গোচর, তার পরে ১৭ মে রেবতী নক্ষত্রে। শেষে ৯ অক্টোবর ফের উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবেন।

এই সময়ে তিন বার অন্য গ্রহের সঙ্গে মিলিত হয়ে নবপঞ্চম রাজযোগ গঠন করবেন শনিদেব। ফলে কয়েকটি রাশির ভাগ্যে বড় উত্থান হতে পারে। কাজের জগতে উন্নতি, ব্যবসায় লাভ, ভাল স্বাস্থ্য; সব মিলিয়ে বেশ ভাল সময় যাবে। মনও বেশ ফুরফুরে থাকবে। সম্পত্তি লাভের সম্ভাবনাও প্রবল।

এবার আসুন, শনির এই শুভ গোচরে কোন কোন রাশি সবচেয়ে বেশি উপকৃত হবেন দেখে নেওয়া যাক,

বৃষ রাশি
বৃষ জাতকদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন আর রাজযোগ ; দু’টোই লাভদায়ক হতে পারে। কেন না, শনি এই সময়ে আপনার রাশি থেকে আয়ের ঘরে অবস্থান করবেন। ফলে উপার্জন বাড়ার জোর সম্ভাবনা। তৈরি হতে পারে নতুন আয়ের উৎসও। অর্থনীতিতে বড় ধস নেই, বরং আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। বিনিয়োগও সুফল দেবে।

Advertisement

ব্যবসায় নতুন পরিকল্পনা করতে পারেন। নতুন প্রকল্প শুরু করে ভবিষ্যতে বড় লাভ মিলতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। ফলে মন ভাল থাকবে। শেয়ার বাজার, লটারি বা সট্‌টার দিক থেকেও লাভের ইঙ্গিত। সন্তানের দিক থেকেও ভাল খবর মিলতে পারে।

কুম্ভ রাশি
শনি আপনারই রাশির অধিপতি। সেই শনি যখন তিন বার নক্ষত্র পরিবর্তন করছেন, তখন লাভের সম্ভাবনাও ততটাই বেশি। কারণ, তিনি আপনার জন্মরাশি থেকে দ্বিতীয় ঘরে চলাচল করছেন। ফলে সময় সময়ে মিলতে পারে আকস্মিক অর্থলাভ। দীর্ঘদিনের ঋণ থেকে মুক্তি মিলবে। বাড়বে সংসারে স্বস্তি। অর্থনৈতিক উন্নতিও ধরা দেবে।

আপনার বাকশক্তিতে স্পষ্ট উন্নতি হবে। মানুষ আপনার কথায় প্রভাবিত হবেন। ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে। তৈরি হবে উন্নতির নতুন রাস্তা। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্সও।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য শনির তিন বার নক্ষত্র পরিবর্তন এবং রাজযোগ; খুবই অনুকূল। কেন না, শনি আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে চলাচল করবেন। ফলে সাহস বাড়বে। জিততে পারেন মামলা-মোকদ্দমায়। কঠিন পরিস্থিতি থেকেও সহজে বেরিয়ে আসার শক্তি মিলবে। সাফল্যের রাস্তাও খুলে যাবে। মন থাকবে খুশি।

সম্মান বাড়বে। ক্যারিয়ারে বৃদ্ধির সম্ভাবনা প্রবল। পরিকল্পনাগুলি সফল হবে। পূরণ হবে বহুদিনের ইচ্ছেও।

Read more!
Advertisement
Advertisement