Advertisement

Dhanlaxmi Rajyog Rashifal 2025: ধনলক্ষ্মী রাজযোগে ৪ রাশির 'গোল্ডেন পিরিয়ড', সুযোগ কাজে লাগান

Shani Margi 2025 Rasifal: জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে, শনি দেব খুব শীঘ্রই মার্গী অর্থাৎ প্রত্যক্ষ গতি শুরু করতে চলেছেন। শনির সরাসরি গতি ধনলক্ষ্মী রাজযোগ তৈরি করবে, যা ৩টি রাশির মানুষের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে।

ধনলক্ষ্মী রাজযোগে ৪ রাশির 'গোল্ডেন পিরিয়ড', সুযোগ কাজে লাগানধনলক্ষ্মী রাজযোগে ৪ রাশির 'গোল্ডেন পিরিয়ড', সুযোগ কাজে লাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2025,
  • अपडेटेड 7:49 PM IST

Shani Margi 2025: আগামী সোমবার ২৮ জুলাই থেকে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহে গঠিত থাকবে ধনলক্ষ্মী যোগের প্রভাব। জুলাই মাসের শেষ সপ্তাহে কন্যা রাশিতে একত্র অবস্থান করবে চন্দ্র ও মঙ্গল। এই দুই গ্রহের মিলনে কন্যা রাশিতে ধনলক্ষ্মী যোগ গঠিত হবে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগ রাজযোগের মতোই শুভ ফলদায়ী। এই যোগের প্রভাবে জাতক শ্রদ্ধা, সম্মান, সম্পদ ও প্রতিপত্তি লাভ করেন। আগের করা বিনিয়োগ থেকেও আর্থিক লাভ পাওয়া যায়। জেনে নিন ২৮ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে ধনলক্ষ্মী যোগের প্রভাবে ভাগ্য খুলবে কোন কোন রাশির জাতকদের।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেবকে বয়স, রোগ, ব্যথা, বাধা, প্রযুক্তি, খনিজ পদার্থ, তেল, কর্মচারী, ভৃত্য এবং কারাগার ইত্যাদির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। শনি যখন তার গতি পরিবর্তন করেন, তখন অনেক সময় রাজযোগ এবং শুভ যোগও তৈরি হয়।

তুলা রাশি (Libra)
সপ্তাহের শুরুতেই নিকট বন্ধুর থেকে আপনি বড় উপকার পেতে পারেন। আইনি বিষয়ে জড়িত হলে মামলার রায় আপনার পক্ষে আসবে। আর্থিক ভাবেও বড় উন্নতি করার যোগ আছে। অফিসে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন।

ধনু রাশি (Sagittauris)
এই সপ্তাহে আপনি যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। প্রেম জীবন সুখে কাটবে। মনে শান্তি থাকবে। অবিবাহিতরা মনের মতো জীবনসঙ্গীর খোঁজ পেতে পারেন। বিদেশ সফর হতে পারে।

কর্কট রাশি (Cancer)
জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে এঁদের জীবনে বেশ কয়েকটি শুভ পরিবর্তন আসবে। সব কাজেই ভাগ্যকে নিজের পাশে পাবেন। আলস্য ত্যাগ করে যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। সন্তানের দিক থেকে কোনও সুখবর আসতে পারে। পরিবারেও সবার সঙ্গে ভালো সময় কাটাবেন।

কন্যা রাশি (Virgo)
অফিসে সহকর্মী ও বসের কাছ থেকে সাহায্য পাবেন। ধনলক্ষ্মী যোগের প্রভাবে সব কাজ সহজেই করে ফেলবেন। বাকি থাকা সব কাজও আগামী সপ্তাহে সম্পূর্ণ করতে পারবেন। তবে নিজের কথা ও ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখুন। ছাত্রছাত্রীরাও পড়াশোনায় ভালো ফল করবেন।

Advertisement

মীন রাশি (Piece)
দূরে কোথাও ভ্রমণ হতে পারে। অতিরিক্ত অর্থাগম হওয়ার ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পারিবারিক সম্পর্কেও মাধুর্য বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে মজা করার প্রচুর সুযোগ পাবেন। অফিসে আপনার কাজ সবার প্রশংসা পাবে। পদোন্নতি হতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement