
Shani Margi 2025: শনিদেব ন্যায়ের দেবতা। মানুষকে কর্মফল দেন। তবে শনিদেব মানেই যে অশুভ কিছু ঘটবে, এমনটা নয়। খারাপ কাজ করে থাকলে তার শাস্তি দেন বড়বাবা। আবার একইভাবে, যাঁরা কঠিন সময়েও সৎ থেকেছেন এবং পরিশ্রমের মাধ্যমে ভাল কাজ করেছেন, তাঁদের পুরস্কারে ভরিয়ে দেন। শনির প্রভাবেই মানুষের ভাগ্যের একটি বড় অংশ চালিত হয়। শনিদেব মকর ও কুম্ভ রাশির অধিপতি। প্রায় আড়াই বছর অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে স্থান পরিবর্তন করেন। বর্তমানে শনি দেব মীন রাশিতে অবস্থান করছেন। নভেম্বর ২০২৫ এ শনিদেব মার্গী হবেন। অর্থাৎ আবার সোজা পথে চলবেন। আর সেই পরিবর্তনেই সৌভাগ্য, সাফল্য ও ধনলাভের সুযোগ তৈরি হবে ৩ রাশির(Shani Margi effect on zodiac)। তারা কারা? আসুন এক নজরে জেনে নেওয়া যাক(November Lucky Zodiacs)।
মিথুন রাশি(Mithun Rashifal)
মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য এটা পারফেক্ট টাইম। কেন? কারণ হিসাব বলছে, নভেম্বরে মিথুনের কর্মের ঘরে শনি মার্গী হচ্ছেন। আর এর ফলেই নতুন মাসে কর্মক্ষেত্রে দারুণ সাফল্য যোগ তৈরি হচ্ছে। চাকরিতে উন্নতি হতে পারে। শুধু চাকরিই নয়, ব্যবসা ক্ষেত্রেও এর প্রভাব পড়বে। ব্যবসায়ীরা দেখবেন, এই সময় Risk নেওয়ার সাহস অনেকটা বেড়ে যাবে। এমনও হতে পারে যে, বহুদিন আগের কোনও বিনিয়োগ বা সিদ্ধান্তের এতদিনর পর Return পাবেন।
নতুন কোনও প্রকল্পে বিনিয়োগ করার জন্যও নভেম্বর মাসটা শুভ।পরিবারেও সময়টা ভাল কাটবে। বাড়িতে শান্তি ফিরবে। ঘরে, বাইরে সম্মান পাবেন। সমাজে মর্যাদা বাড়বে। বাড়িতে মা বাবার সঙ্গেও সম্পর্ক ভাল থাকবে।
কর্কট রাশি(Karkat Rashifal)
কর্কট রাশির ভাগ্যের ঘরে শনিদেব মার্গী  হবেন। বোঝাই যাচ্ছে, এর ফলে ভাগ্য সহায় হবে। আটকে থাকা কাজ শেষ হবে। যাঁরা ব্যবসায় যুক্ত, তাঁরা নতুন সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে মাধুর্য্য আসবে। যাঁরা বিজ্ঞান বা গবেষণার সঙ্গে যুক্ত, তাঁদের জন্যও সময়টা অনুকূল। পরিবারের সবার সঙ্গে বেশ মধুর সম্পর্ক থাকবে। এই সময় নতুন সম্পত্তি কেনার যোগও তৈরি হচ্ছে। ফলে যাঁরা গাড়ি, বাড়িতে বিনিয়োগের প্ল্যান করছেন, তাঁদের জন্য় এই সময়টা শুভ। 
কুম্ভ রাশি(Kumbh Rashifal)
এই রাশির জাতকদের জন্যও নভেম্বর মাসটা দারুণ। কারণ শনি দেব নিজ রাশিতেই মার্গী হবেন। এর ফলে অর্থ ও সম্মানের জোয়ার আসবে। আচমকা অর্থলাভের যোগ প্রবল। কাজের জায়গায় প্রশংসা পাবেন। ব্যবসা বাড়বে। কথাবার্তায় একটা সংযম আপনাআপনিই চলে আসবে। লোকজন আপনার প্রতি আকৃষ্ট হবে। জীবনে একটা ফিন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে।  
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।