Advertisement

Shani Margi 2025: দিওয়ালির পরই মার্গি হবে শনি, রাতারাতি বদলাবে ৩ রাশির ভাগ্য

দিওয়ালির পরই কেল্লাফতে এই ৩ রাশির। শনি মার্গির ফলে রাতারাতি জীবনে আসবে পরিবর্তন। কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়?

Shani margi 2023Shani margi 2023
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 1:03 PM IST
  • দিওয়ালির পরই মার্গি হবে শনি
  • রাতারাতি ভাগ্য বদলাবে ৩ রাশির
  • কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

দিওয়ালির পরই মার্গি হবে শনি। বছরের শেষ সময়ে ৩ রাশির ভাগ্য রাতারাতি বদলে যাবে। কোন কোন রাশি হবে লাকি? 

নবগ্রহের মধ্যে শনিদেবকে সবচেয়ে শক্তিশালী গ্রহ মনে করা হয়। এটিকে ন্যায়ের দেবতা এবং কর্মফলদাতাও বলা হয়। শনি সর্বদাই জাতকদের নিজের কর্ম অনুসারে ফল দেয়। 

শনিদেব চলতি বছরের ২৯ মার্চ মীন রাশিতে গোচর করে। এরপর ১৩ জুলাই শনি বক্রী হয়েছিল। অর্থাৎ শনির উল্টো চাল শুরু হয়ে গিয়েছিল সেদিন থেকেই। 

এবার ২৮ নভেম্বর শনি মার্গি হবে। এই পরিবর্তনের ফল পড়বে একাধিক রাশির জীবনে। অর্থাৎ শনি মার্গি চাল দীপাবলি অর্থাৎ ২০ অক্টোবরের পর থেকে শুরু হবে। 

কোন কোন রাশির জীবনে শনি মার্গির প্রভাব পড়বে? কোন কোন রাশির জাতকদের জীবনে শুভ সময় আসবে? 

বৃষ রাশি: আয়ের নতুন দিশা উন্মোচিত হবে। প্রোমোশন এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হবে। বড় কোনও ডিল হাতে আসতে পারে বৃষ রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্য অর্জন করবেন এরা। 

মিথুন রাশি: চাকরিরতদের কাজের প্রশংসা হবে। প্রোমোশ পেতে পারেন। ব্যাবসায় লাভ হবে। পূর্বে বিনিয়োগ হলে ভাল রিটার্ন পাওয়া যাবে। জীবনে ইতিবাচক বদল আসবে মিথুন রাশির জাতকদের। ধনলাভের যোগও তৈরি হবে এদের। পরিবারে শান্তি বজায় থাকবে। পরিশ্রমের ফল পাবেন এরা। ভাগ্য সহায় হবে। নতুন গাড়ি কেনার সম্ভাবনা তৈরি হবে। 

মকর রাশি: আচমকা ধনলাভ হতে পারে মকর রাশির জাতকদের। আটকে থাকা অর্থ পেতে পারেন। বৈবাহিক জীবনে সমস্ত সমস্যা দূর হবে এই রাশির জাতকদে। 

 

Read more!
Advertisement
Advertisement