বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি গ্রহটি বর্তমানে নিজস্ব রাশি মকর রাশিতে বক্রী হয়ে রয়েছে। অন্যদিকে, বুধ গ্রহ কন্যা রাশিতে বিপরীতমুখী। এই দুটি গ্রহ অক্টোবরে অভিমুখ পরিবর্তন করতে চলেছে। সম্মুখে চলতে শুরু করবে তারা। শনি ও বুধের সোজাসুজি গমনে লাভবান হতে চলেছেন ৪ রাশির জাতক-জাতিকারা। শনিদেব কর্ম অনুযায়ী ফলদান করেন। আর বুধ সদয় হলে নেতৃত্বগুণ বাড়ে।
গ্রহদের রাজপুত্র বুধ, ২ অক্টোবর,থেকে অভিমুখ বদল করবে। ২৩ অক্টোবর অভিমুখ পরিবর্তন হবে শনির। চলুন জেনে নেওয়া যাক শনি ও বুধের প্রত্যক্ষ গতিতে কোন রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন-
মেষ রাশি- মার্গী শনি ও মার্গী বুধ মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সুসংবাদ বয়ে আনবে। ব্যবসায় বড় সাফল্য পাবেন। লাভ দেখতে পারবেন। চাকরি যাঁরা করেন তাঁরাও উপকৃত হবেন। পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পেতে পারেন নতুন চাকরির অফারও।
বৃষ রাশি- শনি ও বুধ বক্রী হওয়ায় বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য খুব শুভ ফল দেবে। নতুন চাকরির যোগ তৈরি হচ্ছে। কর্মজীবনে উচ্চ পদ লাভের সম্ভাবনা রয়েছে। আয় বাড়বে। বাধা-সমস্যা দূর হবে। বাড়বে প্রতিপত্তি-সম্মান। ব্যবসা ও কর্মস্থলে উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে।
মিথুন রাশি- বুধ ও শনির বক্রী হওয়ায় মিথুন রাশির জাতক-জাতিকাদের বহু উপকার হবে। আয় বাড়বে। আর্থিক লাভের অনেক সুযোগ তৈরি হবে। শিক্ষার্থীরা উপকৃত হবেন। কর্মজীবনে নতুন সুযোগ আসবে। বিপরীতমুখী শনির কারণে সৃষ্ট ঝামেলা থেকে মুক্তি মিলবে। কর্মস্থলে উন্নতির যোগ।
ধনু রাশি- বুধ ও শনি বক্রী হওয়ায় ধনু রাশির জাতক-জাতিকাদের একাধিক সুবিধা দেবে। বিশেষ করে দীপাবলির সময়টা খুবই ভাল কাটবে। আয় বাড়বে। অর্থ লাভ হবে। ব্যবসায় লাভ বাড়বে। বড় লাভের সম্ভাবনা রয়েছে। যাঁরা কাজ করেন তাঁদের বেতন বাড়তে পারে।
আরও পড়ুন- চাকরি থেকে ব্যবসা বা বিনিয়োগ, অক্টোবরে কেরিয়ার তুঙ্গে ৬ রাশির