Advertisement

Shani Margi 2025: মাসের শেষে শনি মার্গি, গুরু বক্রী, ৩ রাশির ভাগ্যে এবার ঘুরল বলে!

Guru Bakri 2025: দীপাবলির পর গ্রহ জগতে বড়সড় পরিবর্তন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুুযায়ী, শীঘ্রই শনি দেব মার্গী হবেন (অর্থাৎ সোজা পথে চলবেন), আর গুরু ব্রহ্মস্পতি বক্রী হবেন (অর্থাৎ উল্টো পথে চলবেন)। এই দুই ঘটনায় সব রাশির ওপর সরাসরি প্রভাব পড়বে।

শনির সুনজরে এই ৩ রাশি।শনির সুনজরে এই ৩ রাশি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Oct 2025,
  • अपडेटेड 7:31 PM IST
  • দীপাবলির পর গ্রহ জগতে বড়সড় পরিবর্তন।
  • ই দুই ঘটনায় সব রাশির ওপর সরাসরি প্রভাব পড়বে। 
  • তবে তিনটি রাশি এই সময় দ্রুত ভাগ্যোন্নতির সুযোগ পাবে।

Guru Bakri 2025: দীপাবলির পর গ্রহ জগতে বড়সড় পরিবর্তন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুুযায়ী, শীঘ্রই শনি দেব মার্গী হবেন (অর্থাৎ সোজা পথে চলবেন), আর গুরু ব্রহ্মস্পতি বক্রী হবেন (অর্থাৎ উল্টো পথে চলবেন)। এই দুই ঘটনায় সব রাশির ওপর সরাসরি প্রভাব পড়বে। তবে তিনটি রাশি এই সময় দ্রুত ভাগ্যোন্নতির সুযোগ পাবে। কর্মক্ষেত্র, ব্যবসা আর অর্থনৈতিক অবস্থায় আসতে পারে বড় পরিবর্তন।

দীপাবলির পরপরই এই পরিবর্তন ঘটবে। অক্টোবরের শেষ থেকে নভেম্বর মাসের মধ্যে। জ্যোতিষবিদদের মতে, শনি দেব মীন রাশিতে মার্গী হবেন। গুরু কর্কট রাশিতে বক্রী হবেন। এই সময়টি কর্মফল ও সমৃদ্ধির যোগ তৈরি করবে। ফেঁসে থাকা টাকা ফেরত আসা, নতুন কাজের সুযোগ, এমনকি সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি হবে অত্যন্ত শুভ। কারণ, গুরু বক্রী হচ্ছেন কর্মভাবে, আর শনি মার্গী হচ্ছেন ষষ্ঠ ভাবে। এর ফলে চাকরিজীবীদের কাজে মিলবে শান্তি ও সাফল্য। দীর্ঘদিনের আইনি সমস্যা বা কোর্ট কাচারির মামলা থেকেও মুক্তি মিলতে পারে। ব্যবসায়ীদের জন্যও এই সময় লাভজনক হতে চলেছে। হঠাৎ করেই নতুন সুযোগ আসতে পারে, এবং পুরনো ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্যও সময়টা বেশ ইতিবাচক। গুরু থাকবেন ধনস্থানে বক্রী অবস্থায়, আর শনি দেব থাকবেন কর্মভাবে মার্গী অবস্থায়। অর্থাৎ এই সময়ে আসতে পারে হঠাৎ টাকা পাওয়ার সুযোগ। কর্মজীবনে উন্নতি, পদোন্নতি বা নতুন কাজের অফার— সবকিছুতেই শুভ সংকেত রয়েছে। এই সময়ে নিজের বুদ্ধি ও জ্ঞান দিয়ে আশেপাশের মানুষকে মুগ্ধ করতে পারবেন। যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চান, তাঁদের জন্যও সময়টি ভালো।

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই সময়টি হবে সৌভাগ্যপূর্ণ। কারণ, শনি নিজ রাশির অধিপতি, আর তিনি তৃতীয় ভাবে মার্গী হবেন, পাশাপাশি গুরু সপ্তম ভাবে বক্রী হবেন। ফলে সাহস ও আত্মবিশ্বাস দুটোই বাড়বে। বিবাহিত জীবনে মিলবে আনন্দ ও স্থিতি। যাঁরা সন্তান কামনায় আছেন, তাঁদের ইচ্ছাও পূরণ হতে পারে। অবিবাহিতদের জন্যও আসতে পারে নতুন সম্পর্কের প্রস্তাব। 

Advertisement

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement