জ্যোতিষ মতে, ২ অক্টোবর পর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে শনি। যার প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে উঠবে উন্নতির ঝড়। সব ক্ষেত্রে সাফল্য আসবে। জেনে নিন বিশদে...
বৃষ রাশি (Taurus):
ভাগ্য খুলবে বৃষ রাশির জাতকদের। লাভবান হবেন ব্যবসায়ীরা। পড়ুয়াদের জন্য ভাল সময়। কেরিয়ারে উন্নতি হবে।
তুলা রাশি (Libra):
ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। অর্থলাভ হবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে।
কন্যা রাশি (Virgo):
কপাল খুলবে কন্যা রাশির জাতকদের। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসা লাভজনক হবে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, উদয়া তিথি অনুসারে আগামী ২৭ মে মঙ্গলবার পালিত হবে শনি জয়ন্তী। এবার শনি জয়ন্তীতে শুভ ও শুক্লা যোগের জোড়া প্রভাব থাকবে। এই দুই যোগের প্রভাবে লাভের মুখ দেখবেন মকর, মিথুন ও তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের। আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের। আগামী ১৩ জুলাই সকালে বক্রি হতে চলেছে শনি। যার প্রভাবে কপাল খুলবে কর্কট, মীন ও বৃষ রাশির জাতকদের।