২০২৫ সালে শনিদেব নক্ষত্র পরিবর্তন করছেন। এই গ্রহগতি বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন জ্যোতিষ বিশারদরা। বর্তমানে শনিদেব অবস্থান করছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এখানেই আগামী ৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত থাকবেন তিনি।
এই নক্ষত্র পরিবর্তন ঘটেছে দেবগুরু বৃহস্পতির রাশি মীন-এ। সেই রাশিতেই শনিদেব চলতি বছরের ১৩ জুলাই, রবিবার সকাল ৯টা ৩৬ মিনিটে বক্র (পশ্চাৎগামী) হতে চলেছেন। প্রায় চার মাস ধরে, অর্থাৎ ২৮ নভেম্বর ২০২৫ সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত শনিদেব বক্রভাবে অবস্থান করবেন। এরপর তিনি আবার স্বাভাবিক গতিতে ফিরবেন, অর্থাৎ মার্গী হবেন।
শনির এই নক্ষত্র পরিবর্তন ও গতি বদল রাশিচক্রের মধ্যে তিনটি নির্দিষ্ট রাশির উপর বিশেষ ইতিবাচক প্রভাব ফেলবে। দেখে নেওয়া যাক সেই সৌভাগ্যবান তিন রাশির নাম ও তাঁদের উপকারিতা।
বক্র শনি ও নক্ষত্র পরিবর্তনের প্রভাবে কর্কট রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন। এই সময় তাঁদের আয় বাড়বে। অনেক দিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে। দাম্পত্য জীবনে যে মানসিক দূরত্ব ছিল, তা এবার দূর হবে। প্রেমের সম্পর্কে উষ্ণতা ও ঘনিষ্ঠতা বাড়বে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের আর্থিক অবস্থা আগের চেয়ে মজবুত হবে।
মীন রাশির জাতকদের জন্য এই শনি গোচার শুভ হতে চলেছে। জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে। পিতা-মাতার স্বাস্থ্যে উন্নতি হবে। বিবাহিতদের জন্য সন্তানের দিক থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ধনলাভের সুযোগ তৈরি হচ্ছে, যা আর্থিক টানাপোড়েন থেকে মুক্তি দেবে।
কুম্ভ রাশির উপর শনির বক্র গতি ও নক্ষত্র পরিবর্তন—উভয়ই শুভ প্রভাব ফেলবে। আর্থিক সমস্যার যে ধারা এতদিন ধরে চলছিল, তা এবার শেষ হতে চলেছে। নতুন গাড়ি বা বাড়ি কেনার সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের জন্য পদোন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে। অতিরিক্ত আয়ের নতুন পথও খুলে যেতে পারে এই সময়ে।