Advertisement

Shani Sade Sati 2026: ছাব্বিশেও শনির সাড়েসাতির যন্ত্রণা, ২০২৭ পর্যন্ত কপালে দুর্ভোগ এই রাশির

২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিনই বাকি আছে। জ্যোতিষবিদরা গ্রহ-নক্ষত্রের চালের ওপর নির্ভর করে নতুন বছরের ভবিষ্যতও করছেন। নতুন বছরেও শনির চালের ওপর জ্যোতিষীরা বেশি করে নির্ভর করে আছেন।

শনির সাড়েসাতিতে কাদের কষ্ট বাড়বে?শনির সাড়েসাতিতে কাদের কষ্ট বাড়বে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Dec 2025,
  • अपडेटेड 5:30 PM IST
  • ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিনই বাকি আছে।

২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিনই বাকি আছে। জ্যোতিষবিদরা গ্রহ-নক্ষত্রের চালের ওপর নির্ভর করে নতুন বছরের ভবিষ্যতও করছেন। নতুন বছরেও শনির চালের ওপর জ্যোতিষীরা বেশি করে নির্ভর করে আছেন। জ্যোতিষ গণনা অনুসারে, ২০২৬-এ শনির গোচর নেই। এইজন্য ২০২৫ সালের মতো ২০২৬-এও মেষ, কুম্ভ ও মীন রাশির ওপর সাড়েসাতি থাকবে। মেষ রাশির ওপর সাড়েসাতির প্রথম, কুম্ভ রাশিতে তৃতীয় ও মীন রাশিতে দ্বিতীয় চরণ চলবে। 

জ্যোতিষ মতে, সাডে়সাতির দ্বিতীয় চরণ সবচেয়ে বেশি কষ্টকর হয়ে থাকে। এটা সেই চরণ, যেখানে জাতকদের সবচেয়ে বেশি কষ্ট-যন্ত্রণার সম্মুখীন হতে হয়। মীন রাশির ওপর ২০২৬ জুড়ে সাড়েসাতির দ্বিতীয় চরণ থাকবে। ৩ জুন ২০২৭-এ যখন শনি মীন রাশি থেকে মেষ রাশিতে গোচর করবে, তখন সাড়েসাতির দ্বিতীয় চরণ মীন থেকে মেষ রাশিতে চলে যাবে। 

২০২৬-এ মীন রাশিতে সাড়েসাতির প্রভাব

কেরিয়ার
শনির সাড়েসাতির দ্বিতীয় চরণে চাকরি, ব্যবসা ও কেরিয়ারে বড় বাধা আসতে পারে। সবক্ষেত্রে বাধা আসবে। অসফল হওয়ার কারণে নিরাশ হতে পারেন। মানসিক চাপ অনুভূত হবে। সফল হওয়ার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। 

আর্থিক পরিস্থিতি
আর্থিক সমস্যায় জেরবার থাকবেন। লাভ হবে না এবং আয় কম হতে পাকে। খরচ বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি খুবই খারাপ জায়গায় পৌঁছাবে। বিনিয়োগে লাগানো অর্থ ডুবতে পারে। 

স্বাস্থ্য
নতুন বছর ২০২৬ স্বাস্থ্যের জন্য একদমই অনুকূল নয়। অশান্তি, চিন্তা, ক্লান্তি ও আলস্য আপনার কাজের ক্ষতি করবে। মানসিক ও শারীরিক রূপে স্বাস্থ্য একেবারে ভাল থাকবে না। আঘাত-চোট লাগতে পারে। কারোর গাড়ি বা বাইক চেয়ে চড়বেন না। 

পারিবারিক জীবন
পরিবারে তিক্ততা বাড়তে পারে। দাম্পত্য জীবনে মুশকিল বাড়বে বই কমবে না। কাছের বন্ধুর থেকে প্রতারিত হতে পারেন। আপনার মেজাজ বিগড়ে থাকবে। পরিবার ও কর্মক্ষেত্রে মানুষের সঙ্গে সম্পর্ক বিগড়াবে। সন্তান পক্ষ থেকে চিন্তা বাড়বে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement