
Shani Sade Sati Dhaiya 2026 Effects: শুরু হয়ে গিয়েছে ২০২৫ সালের শেষ মাস ডিসেম্বর। ২০২৬ সাল শুরু হতে আর বেশিদিন নেই। নতুন বছর নতুন উৎসাহ নিয়ে আসে। এমন পরিস্থিতিতে, সকলেই তাদের ভবিষ্যৎ জানতে আগ্রহী,সেইসঙ্গে তাদের রাশিতে শনির সাড়ে সাতি বা ঢাইয়ার অবস্থাও জানতে চান। শনির সাড়ে সাতিকে অভিশাপ হিসেবে বিবেচনা করা হয়, এবং ঢাইয়াকে গৌণ অভিশাপ হিসেবে বিবেচনা করা হয়। গত বছরের মতো, ২০২৬ সালেও শনি মীন রাশিতে গোচর করতে থাকবে।
শনি কাদের প্রভাবিত করবে?
কুম্ভ রাশি (Aquarius)
মীন রাশি (Pisces)
মেষ রাশি (Aries)
২০২৬ সালে ঢাইয়ার প্রভাব
সিংহ রাশি (Leo)
ধনু রাশি (Sagittarius)
শনির দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য উপায়-