জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। সব রাশির জাতক-জাতিকাদের কর্ম অনুযায়ী ফলদান করেন শনি। যে কারও কোষ্ঠীতে শনির অবস্থান তাঁর সৌভাগ্য ও দুর্ভাগ্য ঠিক করে দিতে পারে। শনির অবস্থান ইতিবাচক হলে ব্যক্তির উন্নতির কোনও সীমা থাকে না। নতুন বছরে শনি মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে যাবেন শনি। আড়াই বছর পর ২০২৩ সালে ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে গমন করবেন। ফলে কয়েকটি রাশির উপরে সদয় হবেন তিনি। সেই সব রাশির ব্যক্তিরা লাভবান হতে চলেছেন।
২০২৩ সালের ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনিদেব। থাকবেন ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত। শনি গ্রহের রাশি পরিবর্তনের কারণে ২০২৩ সালের জানুয়ারিতে শশ মহাপুরুষ রাজ যোগ গঠিত হবে। শশ মহাপুরুষ রাজ যোগকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। এর ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য শনির গমন লাভজনক হতে চলেছে। শনির গমনের ফলে এই রাশির জাতকরা চাকরি ও ব্যবসায় অগ্রগতি করবেন। সব ক্ষেত্রে সাফল্য পাবেন।
বৃষ- এই রাশির জাতক-জাতিকারা শনির গ্রহের কারণে ভাগ্যবান হতে চলেছেন। এই সময়ে আপনার আটকে থাকা কাজ শেষ হবে। কাজে সাফল্য আসবে। কর্মজীবনে অগ্রগতি হতে পারে। অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে। অর্থলাভের যোগ।
মিথুন- এই রাশির জাতক-জাতিকারা ১৭ জানুয়ারি শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন। জীবন আবার স্বাভাবিক হয়ে উঠবে। এই সময়ে আপনার আর্থিক, মানসিক এবং শারীরিক সমস্যা দূর হবে। সর্বক্ষেত্রে স্বস্তি আসবে। কর্মস্থলে উন্নতি করতে পারবেন।
তুলা রাশি- ১৭ জানুয়ারি তুলা রাশির জাতক-জাতিকারা শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন। এতে মানসিক চাপ দূর হবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কর্মস্থলে উন্নতি এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
ধনু- ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শনির গমন সুখবর হতে পারে। শনি গোচরের কারণে ধনু রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। ভাগ্যের সম্পূর্ণ সঙ্গ পাবেন। ভাগ্যের সান্নিধ্যে অসমাপ্ত কাজ শেষ হতে পারে। কর্মস্থলে উন্নতির যোগ।
আরও পড়ুন- রাশিবদল বৃহস্পতির, কারও লাভ, কারও ক্ষতি, জানুন নিজের রাশি অনুযায়ী ফল