Advertisement

Shani Shukra Yuti 2026: ফেব্রুয়ারিতেই গোল্ডেন টাইম শুরু ৫ রাশির, তৈরি হচ্ছে শনি-শুক্রের বিশেষ যোগ

আসলে ১ ফেব্রয়ারি ২০২৬ শুক্র এবং শনি একে অপরের থেকে ৪০ ডিগ্রি দূরে অবস্থান করবে। যার ফলে শনি এবং শুক্রের চালিশা যোগ তৈরি হবে। এই যোগ জীবনে বড়সড় বদল আনতে পারে। শুরু হতে পারে গোল্ডেন টাইম। তাই আর সময় নষ্ট না করে এমন ৫ রাশি সম্পর্কে জেনে নিন, যাঁদের লাইফ পাল্টে যেতে পারে।

শনি ও শুক্রের যুতিশনি ও শুক্রের যুতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 8:16 AM IST
  • ১ ফেব্রয়ারি ২০২৬ শুক্র এবং শনি একে অপরের থেকে ৪০ ডিগ্রি দূরে অবস্থান করবে
  • শনি এবং শুক্রের চালিশা যোগ তৈরি হবে
  • এই যোগ জীবনে বড়সড় বদল আনতে পারে

বৈদিক জ্যোতিষ মতে, শুক্র এবং শনি অত্যন্ত প্রভাবশালী গ্রহ। এই দুই গ্রহের বিশেষ যোগ তৈরি হলে তা সরাসরি ব্যক্তির জীবনের উপর প্রভাব ফেলে। আর এমনই একটা বিশেষ যোগ তৈরি হতে চলেছে। 

আসলে ১ ফেব্রয়ারি ২০২৬ শুক্র এবং শনি একে অপরের থেকে ৪০ ডিগ্রি দূরে অবস্থান করবে। যার ফলে শনি এবং শুক্রের চালিশা যোগ তৈরি হবে। এই যোগ জীবনে বড়সড় বদল আনতে পারে। শুরু হতে পারে গোল্ডেন টাইম। তাই আর সময় নষ্ট না করে এমন ৫ রাশি সম্পর্কে জেনে নিন, যাঁদের লাইফ পাল্টে যেতে পারে। 

বৃষ রাশি
২০২৬ সালের শুরুতেই বৃষ রাশির জীবনে আসবে ভাল সময়। শুক্র এবং শনির যোগ স্থিরতা আনবে। যার ফলে সম্পর্ক ঠিকঠাক এগিয়ে যাবে। ম্যারেড লাইফেও আসবে শান্তি। শুধু তাই নয়, অর্থ নিয়ে চিন্তা হবে দূর। এই সময় আপনি ধৈর্য ধরে কাজ করবেন। যার মাধ্যমে অনেকটা সময় ধরে ভাল ফল মিলবে। 

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্যও দারুণ কাটবে এই সময়টা। আপনারা এগিয়ে যাবেন। ভারসাম্য ফিরবে সর্বত্র। সবকিছু ঠিক ঠাক সামলে নিতে পারবেন। পুরনো সমস্যা থেকে মিলবে রেহাই। পরিবারে সুখ-স্বাচ্ছন্দ ফিরবে। বুঝেশুনে নেওয়া সিদ্ধান্তের জন্য আর্থিক লাভ হবে। 

তুলা রাশি
এই রাশির জাতকেরাও সময়টা ভাল কাটাবেন। আপনারা কেরিয়ারে এগিয়ে যাবেন। পাশাপাশি ব্যবসায় নতুন সুযোগ তৈরি হবে। যেই কাজটা অনেকটা সময় ধরে আটকে ছিল, সেটা এখন হয়ে যাবে। পাশাপাশি সম্পর্কে ফিরবে উষ্ণতা। পারিবারিক সমস্যার হবে অবসান। পাশাপাশি অর্থজনিত সব সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে একটু শান্ত থাকতে শিখতে হবে।

মকর রাশি
অনুশাসন মেনে চললে সম্পর্ক ভাল হবে। এমনকী কাজেও হবে উন্নতি। পাশাপাশি ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন। এছাড়া যাঁরা অনেক দিন ধরে কোনও কারণে দুশ্চিন্তায় ভুগছেন, সেটাও মিটে যাবে। সঠিক চিন্তাভাবনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ধৈর্য রাখতে হবে। ব্যাস, তাহলে আর কোনও সমস্যা নেই। 

Advertisement

কুম্ভ রাশি
২০২৬ সালের শুরুতেই ভাল সময় কাটবে কুম্ভ রাশিরও। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। পাশাপাশি এত দিন ধরে আটকে থাকা কাজে মিলবে সাফল্য। এমনকী ব্যক্তিগত জীবনেও সুখের সময় আসবে। প্রেম এবং বৈবাহিক সম্পর্ক ফিরে যাবে। এমনকী অর্থকষ্টও হবে দূর। তবে ধৈর্য ধরতে শিখতে হবে। অনুশাসন মেনে চলুন। তাহলেই ভাল ফল পাবেন।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement