
জ্যোতিষ শাস্ত্রে সূর্য এবং শনি দুই গ্রহকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। সূর্যকে সকল গ্রহের জনক মনে করা হয়। আবার শনিকে কর্মফল এবং ন্যায়ের দেবতা মনে করা হয়। এই দুই গ্রহের প্রভাব দেশ-দুনিয়া এবং মানব জীবনে সোজাসুজি পড়ে। দ্রিক পঞ্জিকা অনুসারে, নতুন বছর, ২০২৬ সাল অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ এই নতুন বছরের শুরুতেই বড় বড় রাজযোগ রয়েছে।
২০২৬ সালের জানুয়ারি মাস পড়তেই সূর্য-শনির সংযোগে পঞ্চাঙ্ক যোগ তৈরি হবে। এমনিতে দুই গ্রহের মধ্যে শত্রুতা রয়েছে কিন্তু পিতা-পুত্রের সম্পর্কেও বজায় থাকে। জ্যোতিষীরা জানাচ্ছেন, এই সময়ে শনি মীন রাশিতে বিরাজমান এবং সূর্য ধনু রাশিতে। এই দুই রাশির স্বামী দেবগুরু বৃহস্পতি। এর ফলে এই দুই গ্রহের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে। এতে নতুন বছর অর্থাৎ ২০২৬ সালে পঞ্চাঙ্ক যোগ তৈরি হবে। এই পঞ্চাঙ্ক যোগ একাধিক রাশির জন্য সৌভাগ্য বগন করে আনবে।
কখন তৈরি হবে পঞ্চাঙ্ক যোগ?
দ্রিক পঞ্জিকা অনুসারে, পঞ্চাঙ্ক যোগ তৈরি হবে ৪ জানুয়ারি ২০২৬ সালে রাত ১১টা বেজে ৩৮ মিনিটে। যখন সূর্য এবূং শনি একে অপরের সঙ্গে ৭২ ডিগ্রি অবস্থানে বিরাজমান হবে।
কোন কোন রাশির উপর প্রভাব পড়বে?
কন্যা: ২০২৬ সালে সূর্য-শনির পুঞ্চাঙ্ক যোগ কন্যা রাশির জাতকদের জন্য আর্থিক সমস্যা দূর করবে। নতুন আয়ের দিশা উন্মোচন করবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা একাধিক বড় বিনিয়োগ, সম্পত্তি কিংবা ব্যবসায় উন্নতি হবে। চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ রয়েছে। নতুন দায়িত্ব কিংবা উন্নত পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে স্থিতিশীলতা বজায় থাকবে। বিদেশ সম্পর্কিত প্রয়াসও দ্রুত এগোবে।
ধনু: সূর্য-শনির পঞ্চাঙ্ক যোগ ধনু রাশির জাতকদের জন্য ২০২৬ সালে ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। কেরিয়ারে বড় বদল হবে। নতুন দিশা উন্মোচন হবে। চাকরিতে উচ্চ পদ প্রাপ্ত হতে পারে। নিজের কোনও কাজ শুরু করার সুযোগ আসতে পারে। সরকারি কাজও দ্রুত সম্পন্ন হবে। আইন কানুনের মামলায় ইতিবাচক প্রভাব মিলবে। সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। কোনও পুরনো স্বপ্ন থেকে থাকলে তা পূরণ হতে পারে। স্বাস্থ্যেরও উন্নতি হবে।
মীন: পঞ্চাঙ্ক যোগে মীন রাশির জাতকদের পরিশ্রম করলে ভাল ফল মিলবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে। দীর্ঘ সময় ধরে চলা লেনদেন সমাপ্ত হবে। গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, মেডিসিন এবং বিনিয়োগ ক্ষেত্রে বিশেষ উন্নতি চোখে পড়বে। জীবনে আত্মবিশ্বাস বাড়বে। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক অটুট থাকবে।