
২০২৬ সালে শনি মীন রাশিতে থেকে নিজের অবস্থান বদলাবে। এই সময় শনি মার্গী, বক্রী ও অস্ত-উদয়ের মতো গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবে। ৭ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত শনি অস্ত থাকবে আর ১৩ এপ্রিল উদয় হবে। আবার ২৭ জুলাই থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থায় থাকবে। এই বদল বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর সরাসরি প্রভাব ফেলবে। বিশেষ করে যাঁদের ওপর সাড়েসাতি ও ঢাইয়া চলছে। ২০২৬ সালে প্রায় ৩০ বছর পর মীন রাশিতে শনি ও বুধের যুতি তৈরি হবে। শনিকে কর্মের এবং বুধকে ব্যবসার গ্রহ বলে মনে করা হয়।
মেষ রাশি
মেষ রাশির ওপর শনির তৃতীয় দৃষ্টি থাকবে। সাড়েসাতির প্রথম চরণ শুরু হবে। কাজে বাধা আসবে, মানসিক চাপ বাড়বে ও সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে। শনিবার করে দান-ধ্যান করলে এঁদের ২০২৬ সাল নির্বিঘ্নে কাটতে পারে।
মীন রাশি
মীন রাশিতে শনির সাড়েসাতি দ্বিতীয় চরণে থাকবে। রাহু দ্বিতীয় ঘরে থাকার ফলে খরচ বাড়বে ২০২৬ সালে। ঝগড়া ও কাজের গতি কমবে। ধার্মিক কর্মে রুচি বাড়বে। সম্পর্কে তিক্ততা আসবে। এই রাশির জাতকদের শিবের পুজো করলে সমস্যা কাটতে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ওপর সাড়েসাতির শেষ ও সবচেয়ে কঠিন চরণ চলছে। এই জন্য আগামী বছর আপনার স্বাস্থ্য বিগড়াবে, মানসিক অশান্তি বাড়বে এবং কাজে বাধা পাবেন। পরিবারে শুভ কাজ হলেও সেখানে অশান্তি বাড়বে। আর্থিক দিক থেকে এঁরা দুর্বল অনুভব করবেন।
ধনু রাশি
ধনু রাশির ওপর শনির ঢাইয়া প্রভাব পড়বে। খরচ বাড়বে ও মানসিক অশান্তি থাকব। ধার্মিক কাজে রুচি বাড়বে। তবে আর্থিক বোঝা বাড়বে। স্বাস্থ্য বিগড়াতে পারে এই সময়।
সিংহ রাশি
সিংহ রাশির ওপরও ঢাইয়ার প্রভাব পড়বে। মাথা, পেট ও কানের সমস্যায় ভুগতে পারেন। আয় কম হবে এবং খরচ বাড়বে। তবে মাঝে অর্থ উপার্জনের অনেক সুযোগ আসবে। সঞ্চয় করতে পারবেন না। ২০২৬ সালে বুঝে শুনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন।