Advertisement

Shani Uday: শনি উদয়ে ২০২৬-এ ৩ রাশির জীবনে অর্থ-কেরিয়ারে বড় সাফল্যের ইঙ্গিত

২০২৬ সালের মার্চের প্রথম সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ বাদ দিলে প্রায় গোটা বছরই শনি উদিত অবস্থায় থাকবেন। এই সময়কালে তিনটি রাশির উপর বিশেষভাবে সদয় থাকবেন শনি দেব। ফলস্বরূপ, এই রাশির জাতকদের জীবনে অর্থ, কর্মজীবন, চাকরি ও ব্যবসায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে।

শনিদেব শনিদেব
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Jan 2026,
  • अपडेटेड 12:25 AM IST

জ্যোতিষশাস্ত্রে শনি দেবকে কর্মফলের দেবতা বলা হয়। ভালো কাজের সুফল যেমন তিনি দেন, তেমনই ভুলের শাস্তিও এড়ায় না তাঁর নজর। সেই শনি দেবের গতিবিধির দিক থেকে ২০২৬ সালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষবিদরা।

জানা যাচ্ছে, ২০২৬ সালের মার্চের প্রথম সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ বাদ দিলে প্রায় গোটা বছরই শনি উদিত অবস্থায় থাকবেন। এই সময়কালে তিনটি রাশির উপর বিশেষভাবে সদয় থাকবেন শনি দেব। ফলস্বরূপ, এই রাশির জাতকদের জীবনে অর্থ, কর্মজীবন, চাকরি ও ব্যবসায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে।

শনি উদয়ের প্রভাব
জ্যোতিষ মতে, শনি যখন উদয় অবস্থায় থাকেন, তখন তাঁর প্রভাব তুলনামূলক ভাবে ইতিবাচক হয়। ২০২৬ সালে সেই প্রভাব সবচেয়ে বেশি পড়বে তিন রাশির উপর। আয় বৃদ্ধির সুযোগ, নতুন কাজের সূচনা, কেরিয়ারে উন্নতি, সব মিলিয়ে ভাগ্যের চাকা ঘুরতে পারে এই সময়েই।

আরও পড়ুন

বৃষ রাশি
২০২৬ সালে উদয়মান শনি বৃষ রাশির জাতকদের প্রতি বিশেষ অনুকূল থাকবেন। ভাগ্য থাকবে সহায়ক। নতুন কাজে হাত দিলে সাফল্যের সম্ভাবনা প্রবল। আয় বৃদ্ধির নতুন রাস্তা খুলতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা পদোন্নতির যোগ রয়েছে। যাঁরা চাকরির খোঁজে রয়েছেন, তাঁদের জন্য এই সময়টা হতে পারে ‘গোল্ডেন পিরিয়ড’। বিনিয়োগ থেকেও ভালো লাভ পাওয়ার ইঙ্গিত মিলছে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য শনি উদয় শুভ ফল বয়ে আনতে পারে। ভাগ্য থাকবে অনুকূলে। আত্মীয় বা বন্ধুবান্ধবের কাছ থেকে সুখবর পেতে পারেন। ব্যবসায় সম্প্রসারণের সুযোগ আসবে এবং কোনও বড় লাভজনক চুক্তি হতে পারে। জমি বা সম্পত্তি সংক্রান্ত লাভের সম্ভাবনাও রয়েছে। অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। মানসিক দিক থেকে ইতিবাচকতা বাড়বে এবং দাম্পত্য জীবনেও সুখ ও ভালোবাসা বৃদ্ধি পাবে।

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্যও শনি উদয় অত্যন্ত শুভ সময়। কর্মজীবনে উন্নতি, আর্থিক লাভ এবং দীর্ঘদিনের পরিশ্রমের ফল হাতে পাওয়ার যোগ তৈরি হচ্ছে। নতুন দায়িত্ব বা বড় পদে উন্নীত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জ্যোতিষবিদরা। ব্যবসায় স্থায়িত্ব ও লাভ দুটোই মিলতে পারে এই সময়কালে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement