জ্যোতিষশাস্ত্রে শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হলে কর্মফলদাতা। তিনি কর্ম অনুযায়ী মানুষকে ফল দেন। তাই শনিকে ন্যায়দাতাও বলা হয়। বর্তমানে শনি রয়েছেন নিজস্ব রাশি কুম্ভে। সেই শনিদেব ১৭ জুন কুম্ভ রাশিতে বক্রী হতে চলেছেন শনি। ১৭ জুন রাত ১০টা ৪৮ মিনিটে শনি কুম্ভ রাশিতে বিপরীত পথে হাঁটতে শুরু করবেন। আবার ৪ নভেম্বর তিনি উদিত হবেন সকাল ৮টা ২৬ মিনিটে। শনির বিপরীতমুখী গতি একাধিক রাশির রাশির জন্য অশুভ হতে পারে। তবে এমন রাশিও রয়েছে যারা উন্নতি করতে পারে। ওই ১৩৯ দিন তাদের জন্য হতে চলেছে সুখকর।
সিংহ রাশি- এই রাশিতে শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে। সপ্তম ঘরে অবস্থান করবেন শনিদেব। এই রাশির জাতক-জাতিকারা চাকরি ও ব্যবসায় সাফল্য পেতে পারেন। দীর্ঘদিন বন্ধ থাকা কাজ আবার শুরু হতে পারে। এর পাশাপাশি ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। যাঁরা কঠোর পরিশ্রম করেন তাঁরা সাফল্য পেতে পারেন। এর পাশাপাশি যে কাজই মন দিয়ে করবেন তাতে সাফল্য পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।
ধনু রাশি- শনি বক্রী হওয়ায় আপনি লাভবান হবেন। এই রাশির জাতক-জাতিকাদের হঠাৎ অর্থলাভ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। আপনি কাজের প্রশংসা পাবেন। পরিজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বাইরে যেতে পারেন। পরিশ্রম করলে আপনি সফল হবেন। কেরিয়ারে আপনি উন্নতি করবেন।
আরও পড়ুন- ২৭ এপ্রিল দেবগুরুর উদয়, কেরিয়ারের দিক থেকে সুসময় শুরু ৪ রাশির
মকর রাশি-এই রাশিতের দ্বিতীয় ঘরে বক্রী হবেন শনিদেব। এই রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক অবস্থা মজবুত হতে পারে। আপনি মন দিয়ে কোনও কাজ করলে তাতে সাফল্য পেতে পারেন। এর পাশাপাশি এই সময়ে সম্পত্তি কেনাও শুভ। পরিবার নিয়ে সুখী জীবনযাপন করবেন। কথাবার্তার দিকে একটু মনোযোগ দিন। ১৩৯ দিন সুসময় যাবে। এই সময় কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত বা পরিকল্পনা নিলে সাফল্য পাবেন।
মীন রাশি- শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী হবে। মীন রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবে। এই রাশির জাতক-জাতিকারা বাইরে যাওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। আপনার আয় বাড়তে পারে। পরিশ্রমের ফল পাবেন আপনি। জুন থেকে নভেম্বর পর্যন্ত কেরিয়ারের দিক থেকেও শুভ। বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন। পেশাগত বড় সিদ্ধান্ত নেওয়ার জন্যও এই সময়টা আদর্শ।