গ্রহদের গোচর অনেক শুভ ও অশুভ যোগ তৈরি করে আর এর প্রভাব সব মানুষদের জীবনের ওপর পড়তে দেখা যায়। তবে এই যোগ যখন কোনও উৎসব বা বিশেষ সময়ে তৈরি হয় তখন এর প্রভাব অনেক গুণ বাড়তে দেখা যায়। দিওয়ালীর সময়ও এরকম কিছু হতে চলেছে। এই বছরের ২০ অক্টোবর দিওয়ালির সময় ন্যায়াধিকার ও কর্মফলদাতা শনিদেব বক্রী হতে চলেছে। এই যোগ দীর্ধ সময় পর তৈরি হচ্ছে। শনি দিওয়ালির সময় মীন রাশিতে বক্রী অর্থাৎ উল্টো হবে, যা ৪ রাশির জন্য খুবই শুভ ফল দেবে। এই মানুষেরা অনেক অর্থলাভ করবে এবং দেশ-বিদেশের যাত্রা করতে পারবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য দিওয়ালির সময় শনির বক্রী খুবই শুভ ফল দেবে। এই জাতকেরা অপ্রত্যাশিত অর্থলাভ করবে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। কোনও বড় ইচ্ছা পূরণ হতে পারে। কেরিয়ারে একের পর এক উন্নতি হবে।
মিথুন রাশি
মিথুন রাশির ব্যবসায়ী জাতকেরা খুব লাভ করতে পারবেন এই সময়ে। দিওয়ালির সময় ভাল উপার্জন হবে। নতুন চাকরি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। বেরার যুবক-যুবতীদের চাকরি হতে পারে। আইনি মামলায় জয় পেতে পারেন। সম্পত্তি, লোহা, খনিজ ও কালো রঙের বস্তু সংক্রান্ত জিনিসের সঙ্গে যুক্ত মানুষেরা বিশেষ লাভ করতে পারবেন।
মকর রাশি
মকর রাশির অধিপতি স্বামী শনিদেব আর দিওয়ালিতে শনি বক্রী চালে এই রাশিদের লাভ হবে। চাকরি ও ব্যবসায় উন্নতি হতে পারে। নতুন ঘর, গাড়ি, সম্পত্তি কিনতে পারেন। বিবাহিত জীবনে সুখ আসবে।
কুম্ভ রাশি
দিওয়ালিতে শনিদেবের উল্টো চাল কুম্ভ রাশির জন্য খুবই শুভ প্রমাণিত হবে। এই রাশির জাতকদের অর্থলাভ হবে। আয় বাড়বে, যে কারণে আর্থিক দিক মজবুত হবে। অন্য সূত্র থেকেও অর্থলাভ হবে। বিনিয়োগ করে লাভ পাবেন। জীবনে সুখ আসবে। মান-সম্মান বাড়বে।