২০২৪ সাল শনির বছর হলেও নতুন বছরেও যে তাঁর প্রকোপ থাকবে তা বলাই বাহুল্য। ২০২৫ সালের মার্চ মাসে কুম্ভ থেকে বৃহস্পতির রাশি মীন রাশিতে ৩০ বছর পর শনির এই রাশি পরিবর্তন ঘটছে। শনির গমনের কারণে শনির সাড়েসাতি ও ঢাইয়া অবস্থানেরও পরিবর্তন হবে। এই বছর কিছু রাশির ক্ষেত্রে সাড়েসাতি যেমন শেষ হবে তেমনি কিছু রাশির জন্য এই সাড়েসাতি ও ঢাইয়া শুরু হতে চলেছে। পরের বছর, মকর রাশির লোকেরা শনির সাড়েসাতি থেকে মুক্ত হবে এবং মেষ রাশিতে সাড়েসাতি শুরু হবে, আবার সিংহ রাশিতেও শনির ঢাইয়া শুরু হবে। শনির দশায় মেষ রাশিরা কেমন সমস্যায় পড়বেন আসুন জেনে নিই।
মেষ রাশিতে সাড়েসাতি
মেষ রাশিতে শনির সাড়েসাতি শুরু হবে মার্চ মাসে এবং এর প্রথম পর্ব শুরু হবে। প্রথমেই আপনাদের বলে রাখি যে শনির সাড়েসাতির তিনটি পর্যায় রয়েছে, প্রথম আরোহী সাড়েসাতি, মধ্যম সাড়েসাতি এবং অবরোহ সাড়েসাতি। শনির প্রভাব তিনটি পর্যায়েই আলাদা। সাড়েসাতির সময় শনি মেষ রাশির জাতকদের চাকরিতে সমস্যা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, অর্থহানি ইত্যাদির কারণ হবে। হঠাৎ সমস্যা এসে আপনাকে ঘিরে ফেলবে, আপনার আচরণ নেতিবাচক হতে শুরু করবে। আপনি রাগ অনুভব করবেন। মানসিক সমস্যাও হতে পারে। ২০৩২ সাল পর্যন্ত মেষ রাশিতে শনির সাড়েসাতি থাকবে।
মেষ রাশির জাতকদের কী করা উচিত
শনিকে সংশোধন করার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়। এই দিনে শনির শান্তির জন্য সরিষার তেল দান করুন, পিপল গাছের কাছে একটি প্রদীপ জ্বালুন, এর পাশাপাশি একটি পাত্রে কিছু দুধ ও জল ভরে তাতে চার দানা চিনি যোগ করুন এবং শীষের কাণ্ডে অর্পণ করুন। পিপল গাছ। এ ছাড়া বাড়ির প্রথম রুটি গরু ও কুকুরের জন্য বের করে নিন।
বিপদে পড়বে আর কোন কোন রাশি
ঝামেলায় পড়তে পারেন সিংহ রাশির জাতক-জাতিকারাও। এঁদের উপর শনির কু-প্রভাব পড়া শুরু হবে এ বছরে। এই দু'টি রাশির জাতক-জাতিকাদের ২৯ মার্চের পরে অর্থসংক্রান্ত বিষয়-সহ নানা ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। সংকটে পড়তে পারেন ধনু রাশির জাতক-জাতিকারাও। এঁদের উপরও শনির নেতিবাচক প্রভাব শুরু হবে। ২০২৫ সালের ২৯ মার্চের পরে নানা বিষয়েই এঁদের সতর্ক হওয়া জরুরি।