জ্যোতিষশাস্ত্র অনুসারে, ৯ এপ্রিল থেকে একটি অত্যন্ত বিরল ও শুভ রাজযোগ তৈরি হচ্ছে। প্রায় ৩০ বছর পর অমৃত সিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং শশ রাজযোগ একসঙ্গে তৈরি হবে। এই রাজযোগের প্রভাবে তিনটি রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন। শনিদেব শুভ কর্মফল দেবেন এই সময়ে। এর ফলে এতদিনের পরিশ্রমের ফল পাবেন এই রাশির জাতক জাতিকারা।
কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন?
মেষ রাশি:
মিথুন রাশি:
ধনু রাশি:
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।