Advertisement

Shani Good News: আগামী ৪ মাসে ৩ রাশির বদলে যাবে জীবন, ভরিয়ে দেবেন শনিদেব

Shanidev Predictions: শনিদেব। নাম শুনলেই ভয়। ক্রুর দৃষ্টি। কঠোর বিচার। কিন্তু সবসময় যে বড়ঠাকুর কেবল পরীক্ষা নেন, তা নয়। সময় এলে পুরস্কারও দেন। আগামী চার মাসে ঠিক তেমনই এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।

নিশ্চিতভাবেই আপনার জীবন ভরিয়ে দেবেন শনিদেব।নিশ্চিতভাবেই আপনার জীবন ভরিয়ে দেবেন শনিদেব।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jan 2026,
  • अपडेटेड 3:30 PM IST
  • কাজের জায়গা হোক বা ব্যক্তিগত জীবন; চার মাসের মধ্যে পাল্টে যেতে পারে ছবিটা।
  • সবসময় যে বড়ঠাকুর কেবল পরীক্ষা নেন, তা নয়।
  • সময় এলে পুরস্কারও দেন।

Shanidev Predictions: শনিদেব। নাম শুনলেই ভয়। ক্রুর দৃষ্টি। কঠোর বিচার। কিন্তু সবসময় যে বড়ঠাকুর কেবল পরীক্ষা নেন, তা নয়। সময় এলে পুরস্কারও দেন। আগামী চার মাসে ঠিক তেমনই এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। গ্রহগতির হিসাব অনুযায়ী, তিন রাশির জীবনে বড় বদল আসতে চলেছে। হঠাৎ নয়। এটা আপনার দীর্ঘ প্রতীক্ষার ফল। ধীরে, কিন্তু নিশ্চিতভাবেই আপনার জীবন ভরিয়ে দেবেন শনিদেব।

জ্যোতিষীদের মতে, এই সময় শনির দৃষ্টি ও অবস্থান এমন জায়গায় পৌঁছোচ্ছে, যেখানে কিছু রাশির জাতকজাতিকারা দীর্ঘদিন ধরে যে চাপ, বাধা আর হতাশার মধ্যে ছিলেন, তার অবসান হতে পারে। কাজের জায়গা হোক বা ব্যক্তিগত জীবন; চার মাসের মধ্যে পাল্টে যেতে পারে ছবিটা।

মকর রাশি: প্রথমেই আসছে মকর রাশি। শনির নিজের রাশি। এত দিন ধরে দায়িত্বের বোঝা বইতে হয়েছে। কাজ করেও স্বীকৃতি মেলেনি। অনেক ক্ষেত্রেই মনে হয়েছে, পরিশ্রমের ফল মিলছে না। কিন্তু জ্যোতিষীরা বলছেন, এবার চাকা ঘুরবে। কর্মক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে। আটকে থাকা পদোন্নতি বা বেতনবৃদ্ধির সম্ভাবনা প্রবল। নতুন দায়িত্ব এলেও তার সঙ্গে সম্মানও আসবে। অর্থনৈতিক দিকেও স্বস্তির ইঙ্গিত। পুরনো ঋণ মেটানোর পথ খুলতে পারে। পরিবারেও শান্তির বাতাবরণ।

কুম্ভ রাশি: এর পর কুম্ভ রাশি। শনির আর এক ঘর। গত কয়েক বছর ধরে মানসিক চাপ ছিল প্রবল। সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার দোটানায় পড়েছেন অনেকে। সম্পর্কের ক্ষেত্রেও টানাপড়েন কম হয়নি। তবে আগামী চার মাসে সেই জায়গাতেই বদল। জ্যোতিষশাস্ত্র বলছে, শনির কৃপায় স্থিরতা ফিরবে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য নতুন চুক্তি বা বড় বিনিয়োগের সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রেও বদলির ঝামেলা বা অনিশ্চয়তা কাটতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা।

সিংহ: তৃতীয় রাশি সিংহ। এত দিন শনির প্রভাব কিছুটা কঠিন ছিল। বিশেষ করে কাজের চাপ আর পারিবারিক দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে ক্লান্তি জমেছে। কিন্তু এখন সেই ছবিও বদলাতে চলেছে। শনির আশীর্বাদে ধীরে ধীরে স্বস্তি আসবে। নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। যাঁরা সৃজনশীল পেশায় যুক্ত, তাঁদের জন্য সময়টা বিশেষ অনুকূল। সামাজিক সম্মান বাড়ার যোগ। পুরনো কোনও সমস্যা মিটে যাওয়ায় মানসিক হালকা ভাব।

Advertisement

জ্যোতিষীদের মতে, এই চার মাসে শনিদেব শুধু ফল দেবেন না, শিক্ষা দিতেও ছাড়বেন না। শর্ত একটাই; ধৈর্য রাখতে হবে। শর্টকাট নয়। নিয়ম মেনে চলা। দায়িত্ব এড়িয়ে না যাওয়া। যাঁরা সৎ পথে পরিশ্রম করেছেন, তাঁদের জন্যই এই সময়টা আশীর্বাদের মতো।

তবে সাবধানেও থাকতে হবে। অহংকার করলে বা নিয়ম ভাঙলে শনির রোষ এড়ানো কঠিন। তাই সুযোগ এলেও সংযম জরুরি। সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো নয়। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement