আষাঢ় অমাবস্যায় শনির বড় অবস্থান পরিবর্তন হতে চলেছে। এর ফলে বড়ঠাকুরের কৃপায় ৩ রাশির জীবনে বড় সুখবর জীবনে আসতে চলেছে৷ জ্যোতিষ মতে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই সময়ে পিতৃ তর্পণের পরে নানান ভাবে দান করলে জীবন অত্যন্ত সুখের হয়ে থাকে৷ আগামী ৫ জুলাই আষাঢ় অমাবস্যা অত্যন্ত ভক্তি সহকারে পালিত হয়ে থাকে ৷ মহাদেব ও মা লক্ষ্মীর কৃপায় জীবন অত্যন্ত সুন্দর হতে পারে ৷ নতুন করে জীবন শুরু করতে পারেন জাতক-জাতিকারা ৷
এই সময়টা শিব, নারায়ণ ও লক্ষ্মীর আরাধনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আষাঢ় অমাবস্যায় শনিদেব কুম্ভ রাশিতে শশ মহাপুরুষ রাজযোগের নির্মাণ করতে চলেছেন৷ অন্যদিকে গত ২৯ জুন শনিদেব কুম্ভ রাশিতে বক্রি হয়েছেন৷ এই বক্রি চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ এর ফলে তিন রাশির শুভ ফল মিলবে।
মিথুন রাশি
মকর রাশি
বৃশ্চিক রাশি
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।