Advertisement

ShivJi Favourite Zodiacs: এই ৫ রাশি ভোলেবাবার নয়নের মণি, সব বিপদ থেকে বাঁচান

জ্যোতিষশাস্ত্র মতে, ৫ রাশির জাতক-জাতিকাদের উপর থাকে শিবের বিশেষ আশীর্বাদ। এই ৫টি রাশি শিবের অত্যন্ত প্রিয়। তাঁদের জীবনে যে কোনও চ্যালেঞ্জ বা সমস্যা আসুক না কেন, শিবের আশীর্বাদে তা দ্রুত কাটিয়ে ওঠেন।

শিবের রাশিফলশিবের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jul 2025,
  • अपडेटेड 10:39 PM IST
  • শিবের বিশেষ আশীর্বাদ থাকে ৫ রাশিতে।
  • সব পরিস্থিতিতে থাকেন পাশে।

মহাদেব সহজেই সন্তুষ্ট হন। বিশেষ করে মহাশিবরাত্রি এবং শ্রাবণ সোমবারে উপবাস রেখে জলাভিষেক করলে তিনি আশীর্বাদ দেন। শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস। শিবভক্তরা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য প্রতি সোমবার জল অর্পণ করছেন। জ্যোতিষশাস্ত্র মতে, ৫ রাশির জাতক-জাতিকাদের উপর থাকে শিবের বিশেষ আশীর্বাদ। এই ৫টি রাশি শিবের অত্যন্ত প্রিয়। তাঁদের জীবনে যে কোনও চ্যালেঞ্জ বা সমস্যা আসুক না কেন, শিবের আশীর্বাদে তা দ্রুত কাটিয়ে ওঠেন। জানুন শিবের প্রিয় রাশি কোনগুলি-

মেষ রাশি- মঙ্গল মেষ রাশির অধিপতি। হনুমানজির বিশেষ আশীর্বাদ থাকে এই রাশির উপরে। হনুমানজিকে শিবের অবতার বলা হয়। শিবের প্রিয় রাশির মধ্যে মেষ। ভোলেনাথের আশীর্বাদে তাঁদের আটকে থাকা কাজও শুরু হয়ে যায়। কর্মজীবন এবং ব্যবসায় প্রচুর অগ্রগতি লাভ করেন তাঁরা।

কর্কট রাশি- কর্কট রাশির অধিপতি চন্দ্র। শিব নিজের মাথায় ধারণ করেন। তাই কর্কট রাশির জাতক-জাতিকারা শিবের অত্যন্ত প্রিয়। এই রাশির জাতক-জাতিকারা হাসিখুশি প্রকৃতির। তাঁরা সহনশীল এবং ধৈর্যশীল হন। তাঁরা সহজেই প্রতিটি অসুবিধার মোকাবিলা করেন।

তুলা রাশি- এই রাশির অধিপতি শুক্র। তুলা রাশি শিবের প্রিয় রাশির অন্যতম। শিবের কৃপায় এই রাশির লোকেরা বিলাসবহুল জীবনযাপন করেন। তাঁদের জীবনে সম্পদের কোনও অভাব হয় না। তাঁদের থাকে আকর্ষণীয় ব্যক্তিত্ব।

মকর রাশি- এই রাশির অধিপতি হলেন শনি মহারাজ। শিবের উপাসক হলেন শনি। শিবভক্তের কোনও ক্ষতি করেন না গ্রহরাজ। কঠিন সময়ে শিব নিজেই এই রাশির জাতক-জাতিকাদের রক্ষা করেন।

কুম্ভ রাশি- এই রাশির অধিপতি হলেন শনিদেব। এই রাশির জাতক-জাতিকারা শিবের খুব প্রিয়। কুম্ভ রাশির জাতক-জাতিকারা সত্যবাদী, সৎ এবং অন্যদের মঙ্গল করেন। এই কারণেন শিব তাঁদের প্রতি সন্তুষ্ট থাকেন। তাঁদের জীবনে অপরিসীম সম্মান, সুখ এবং সমৃদ্ধি দেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement