Advertisement

Shukra And Rahu Milan 2025: রাহু-শুক্র মহামিলন, ৩ রাশির খারাপ সময় কেটে এখন শুধুই সাফল্য

Shukra And Rahu Milan 2025: রাহু বর্তমানে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। শুক্র পয়লা ফেব্রুয়ারি সেই নক্ষত্রই প্রবেশ করবে। রাহু ও শুক্রের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়, জানুন?

রাহু-শুক্র মহামিলন, ৩ রাশির খারাপ সময় কেটে এখন শুধুই সাফল্যরাহু-শুক্র মহামিলন, ৩ রাশির খারাপ সময় কেটে এখন শুধুই সাফল্য
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Jan 2025,
  • अपडेटेड 7:24 PM IST

Shukra And Rahu Milan 2025: জ্যোতিষশাস্ত্রে সব গ্রহ ও নক্ষত্ররা সবসময় মত স্থান বদল করে সব রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান রকম যোগও তৈরি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকলের ওপর। জ্যোতিষশাস্ত্রে রাহু ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহ অত্যন্ত শুভ গ্রহ। এই দুই গ্রহের ঘর বদলে সকল রাশির জাতক-জাতিকাদের উপর নানান প্রভাব ফেলে।

রাহু বর্তমানে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। শুক্র পয়লা ফেব্রুয়ারি সেই নক্ষত্রই প্রবেশ করবে। রাহু ও শুক্রের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়, জানুন?

মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে এই নক্ষত্র। এই সময় আপনারা ব্যবসায় খুব লাভ হবে। জীবনের প্রতিটি কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি। পারিবারিক জীবনে কোনও অশান্তি থাকবে না আপনার। মানসিক চাপ অনেক কমবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। তাছাড়া নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকেও লাভের মুখ দেখবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন।

আরও পড়ুন

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের উপর এই দুই গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময়ে আপনার চাকরিতে বেতন বাড়তে পারে। ব্যবসায় লাভ করতে পারবেন। অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। বৈবাহিক জীবনে পারস্পরিক সম্পর্ক মধুর থাকবে। আপনার স্ত্রীর সঙ্গে বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। আইনি সমস্যায় পড়েছিলেন, তা থেকে বের হতে পারবেন। তাছাড়া পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। কোনও কাজে বিনিয়োগ করার আগে মাথা ঠান্ডা রেখে করুন।

মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় কোনও কাজে পিছিয়ে যাবেন না। কর্মজীবনে উন্নতি লাভ করতে পারবেন। শনিদেবের বিশেষ কৃপায় আপনার আর্থিকদিকেও লাভ হবে। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। এই বছর বৃহস্পতি কতবার রাশি পরিবর্তন করবে, শুভ প্রভাব কাদের ওপর ফেলবে এই গ্রহ? এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময় যদি আপনি শিব ঠাকুরের পুজো করুন, তাহলে জীবনে এগোতে পারবেন। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে। সরকারি চাকরি সংক্রান্ত কোনও স্বপ্ন থাকলে আপনার ইচ্ছা পূরণ হবে।

Advertisement


 

 

Read more!
Advertisement
Advertisement