Advertisement

Shukra Gochar Effects: আর মাত্র কয়েকটা দিন, মার্চেই ফুলেফেঁপে উঠবে ৪ রাশির জাতকরা

জ্যোতিষ ও পুরাণ মতে শুক্রকে বৈভব ও পার্থিব সুখ সম্পদের দাতা বলা হয়ে থাকে। মার্চ মাসের ৭ তারিখ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। আর যার ফলে শনির রাশিতে শুক্রের আগমনের প্রভাব বেশ কিছু জাতক জাতিকার জীবনের ওপর পড়তে চলেছে।

আর কয়েকটা দিন, মার্চেই ফুলেফেঁপে উঠবে ৪ রাশির জাতকরাআর কয়েকটা দিন, মার্চেই ফুলেফেঁপে উঠবে ৪ রাশির জাতকরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2024,
  • अपडेटेड 8:50 PM IST

Shukra Gochar Effects: শুক্র সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য, সুখ, যানবাহন, সম্পদ, শিল্প এবং প্রেম সম্পর্কের কারক। জ্যোতিষ শাত্র অনুযায়ী, প্রতিটি গ্রহ ও নক্ষত্র একটি নির্দিষ্ট সময় অন্তর নিজের অবস্থান পরিবর্তন করে থাকে। আর যার প্রভাব সরাসরি ভাবে পরে রাশিচক্রের ১২টি রাশির জাতক জাতিকাদের ওপর। জ্যোতিষ ও পুরাণ মতে শুক্রকে বৈভব ও পার্থিব সুখ সম্পদের দাতা বলা হয়ে থাকে। মার্চ মাসের ৭ তারিখ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। আর যার ফলে শনির রাশিতে শুক্রের আগমনের প্রভাব বেশ কিছু জাতক জাতিকার জীবনের ওপর পড়তে চলেছে। শনিকে ন্যায় বিচার ও কর্মফল দাতা হিসেবে গণ্য করা হয়। শনির সঙ্গে শুক্রের মিলনে বদলে যাবে বেশ কিছু রাশির ভাগ্য।

বৃষ (Taurus)
রাশি এই রাশির দশম ঘরে শুক্রের আগমন হচ্ছে। এই রাশির জাতক-জাতিকার জীবনে খুবই ইতিবাচক প্রভাব পড়বে। কর্মজীবনে অগ্রগতি আসবে। ভালো কাজের স্বীকৃতি পাওয়া যাবে। পাশাপাশি নতুন কাজের সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতিতে অনেক উন্নতি হবে। এছাড়াও নানা রকমের সুবিধা লাভের সম্ভাবনা আছে। পারিবারিক সম্পর্কের বন্ধন মজবুত হবে।

মিথুন (Gemini)
রাশি এই রাশিতে শুক্র নবম ঘরে গমন করছে। এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের সমর্থন পাবেন দীর্ঘদিন আটকে থাকা কাজ এই সময় হয়ে যাবে। পেশাগত জীবনে উন্নতি হবে। বিশেষ কোন দিকে আর্থিক সুবিধা পাবেন। সমাজে সম্মান বৃদ্ধি হবে। রাহু তৈরি করছে বিরল অশুভ যোগ! তোলপাড় হবে এইসব রাশির জীবন, সাবধান হন এখনই

আরও পড়ুন

তুলা (Libra)
রাশি তুলা রাশিতে পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে শুক্র এর ফলে এই রাশির জাতক জাতিকারা অনেক শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়বে। পাশাপাশি কাজের প্রশংসা হবে। বড় কোনও দায়িত্ব লাভের সম্ভাবনা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। যে কোনও অর্থনৈতিক বিনিয়োগ এই সময় শুভ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা রয়েছে।

Advertisement

কুম্ভ (Aquarious)
রাশি মূলত এই রাশিতেই প্রবেশ করতে চলেছে শুক্র এই রাশির জাতক জাতিকারা শুভ ফল লাভ করবেন কর্ম ক্ষেত্রে বড় ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পদোন্নতি হতে পারে। নতুন কাজের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে।



 

Read more!
Advertisement
Advertisement