
নভেম্বরে শুক্র শনির নক্ষত্রে গোচর করবে, যার প্রভাব ৩ রাশির ওপর পড়তে চলেছে। ২৯ নভেম্বর ২০২৫, শনিবার দুপুর ৩টে ০৬ মিনিটে শুক্র অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র বলে পরিচিত। শুক্র গ্রহ শনির অনুরাধা নক্ষত্রে প্রবেশ করতেই এর শুভ ও ইতিবাচক প্রভাব রাশিচক্রের ৩ রাশির ওপর পড়বে। যার ফলে এই ৩ রাশির বিশেষ লাভ হতে চলেছে। আসুন সেই ৩ রাশির জাতক-জাতিকারা কারা।
তুলা রাশি
শুক্রের শনি নক্ষত্রে প্রবেশ করতেই তুলা রাশির জাতকদের জন্য তা খুবই শুভ হতে চলেছে। জাতকেরা তাঁদের পরিশ্রমের পুরো ফল পাবেন। শুক্রের প্রভাবে জাতকদের প্রেম সম্পর্কিত সম্পর্ক আরও ভাল হবে। আয় বাড়বে এবং জীবনে আর জাগতিক সুখ বৃদ্ধির যোগ তৈরি হবে। মানসিক রূপ থেকে জাতকেরা প্রসন্ন থাকবেন।
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য শুক্রের অনুরাধা নক্ষত্রে প্রবেশ লাভদায়ক সিদ্ধ হবে। জাতকদের জীবনে সমস্যার সমাধান হবে। আপনার সব সমস্যা ধীরে ধীরে সমাধান হবে। ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। তবে পরিশ্রমের ফল এখনই নাও পেতে পারেন। তবে পরিশ্রম করা ছাড়বেন না। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।
কুম্ভ রাশি
শুক্রের শনির নক্ষত্রে প্রবেশ করতেই এই রাশির জাতকদের জন্য ইচিবাচকতা নিয়ে আসবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায় উন্নতির রাস্তা খুলে যাবে। শনির প্রভাবে পুরনো কোনও শুভ কাজের শুভ ফল অর্জন করবেন। প্রেমের সম্পর্ক আগের চেয়ে ভাল হবে ও গভীর হবে।