Advertisement

Shukra Gochar January 2026: ১৩ জানুয়ারি শুক্রের নক্ষত্র বদলে, ২৫ দিন সাবধান থাকতে হবে তিন রাশিকে

Shukra Gochar January 2026: ১৩ জানুয়ারি শুক্র ধনু রাশি ছাড়িয়ে ঢুকছে মকর (ক্যাপ্রিকর্ন) রাশিতে। ধন, বিলাসিতা, আর্থিক স্থিতি এবং সম্পর্কের গ্রহ হিসেবে শুক্রের এই রাশি পরিবর্তন স্বভাবতই প্রভাব ফেলবে সব রাশির উপর। তবে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে মেষ, কন্যা ও ধনু রাশিকে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Jan 2026,
  • अपडेटेड 5:02 PM IST

Shukra Gochar January 2026: ট্রিক পঞ্চাঙ্গের হিসেব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতেই হতে চলেছে বছরের প্রথম বড় গ্রহ পরিবর্তন। ১৩ জানুয়ারি শুক্র ধনু (সাজিটেরিয়াস) রাশি ছাড়িয়ে ঢুকছে মকর (ক্যাপ্রিকর্ন) রাশিতে। ধন, বিলাসিতা, আর্থিক স্থিতি এবং সম্পর্কের গ্রহ হিসেবে শুক্রের এই রাশি পরিবর্তন স্বভাবতই প্রভাব ফেলবে সব রাশির উপর। তবে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে মেষ, কন্যা ও ধনু রাশিকে।

জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ২৫ দিন এই তিন রাশির উপর চাপ তৈরি করতে পারে। এই সময়ে হঠাৎ খরচ বাড়তে পারে, হাতে টান পড়ে যেতে পারে, ব্যবসা বা চাকরিতে ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিনিয়োগ বা বড় কেনাকাটা এড়িয়ে চলাই বুদ্ধিমানের।

মেষ রাশি:
খরচের ধাক্কা, মানসিক চাপ। মেষ জাতকদের জন্য সময়টা মোটেও আরামদায়ক নয়। আচমকা খরচে বাজেট ভেঙে যেতে পারে। ভুল সিদ্ধান্তে বিনিয়োগ করলে বিপদ বাড়তে পারে। ব্যবসা-চাকরিতে লাভ কমে যেতে পারে বা ক্ষতি হতে পারে। বাড়িতে ছোটখাটো অশান্তি মানসিক চাপ বাড়াবে। এই সময়ে ধৈর্য রাখা এবং হঠকারী পদক্ষেপ না নেওয়াই শ্রেয়।

আরও পড়ুন

কন্যা রাশি:
আয়-ব্যয়ের ভারসাম্য রাখতে ঘাম ঝরবে। কন্যাদের আর্থিক ওঠানামা বেশি ভাবাবে। আয়-ব্যয়ের হিসেব সামলানো কঠিন হতে পারে। কাজে দেরি বা বাধা বিরক্তি সৃষ্টি করতে পারে। সম্পর্কেও ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। অযথা খরচ করলে পরে বিপদ বাড়বে। পরিবারের অভিজ্ঞদের পরামর্শ নিলে উপকার মিলবে।

ধনু রাশি:
হতাশা ও স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করতে হবে। ধনু রাশির জাতকদের আর্থিক এবং মানসিক স্থিরতা দুটিই রক্ষা করতে হবে। হঠাৎ টাকার টান পরিকল্পনা বদলাতে বাধ্য করতে পারে। কাজে প্রত্যাশামতো ফল না পেয়ে মনখারাপ হতে পারে। স্ট্রেস ও ক্লান্তি এড়াতে বিশ্রাম জরুরি। বড় খরচ, ঋণ বা নতুন বিনিয়োগ এড়ানো ভালো। ধৈর্য বজায় রেখে ধীরস্থির সিদ্ধান্ত নিন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement