
Venus Rise February 2026: ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বড় জ্যোতিষীয় পরিবর্তন। ১ ফেব্রুয়ারি ২০২৬ ফের উদয় হচ্ছে শুক্র গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্রের উদয়ের সঙ্গে সঙ্গে আবার শুরু হবে শুভ কাজ। সম্পদ, সমৃদ্ধি, প্রেম, সৌন্দর্য ও বিলাসিতার কারক গ্রহ শুক্র ২০২৫ সালের ডিসেম্বরে অস্ত গিয়েছিল। দীর্ঘ বিরতির পর তার পুনরাগমন বহু রাশির জীবনে সুখবর নিয়ে আসছে।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মকর রাশিতে শুক্রের উদয় বিশেষভাবে শক্তিশালী প্রভাব ফেলবে। এই শুভ অবস্থান প্রায় ৯ মাস স্থায়ী হবে। আগামী ১২ অক্টোবর, দীপাবলির ঠিক আগে শুক্র আবার অস্ত যাবে। ততদিন পর্যন্ত কয়েকটি রাশির উপর দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। তবে এই সময়ের সবচেয়ে বড় সুফল পাবেন চারটি রাশির জাতকরা।
বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। তাই শুক্রের উদয় এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। নতুন আয়ের রাস্তা খুলতে পারে। বিনিয়োগে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে, ব্যবসায়ীরাও মুনাফার মুখ দেখবেন। জমি-বাড়ি কেনা কিংবা সোনা-রুপোয় লগ্নি করার যোগ তৈরি হবে।
মিথুন রাশি
শুক্রের শুভ প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে অগ্রগতির গতি বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য তুলনামূলক সহজে ধরা দেবে। বড় কোনও চুক্তি বা গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত হতে পারেন। আয় বাড়লেও ব্যয় নিয়ন্ত্রণে থাকবে, ফলে সঞ্চয় বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে প্রেম ও বোঝাপড়া আরও গভীর হবে।
তুলা রাশি
তুলা রাশির অধিপতিও শুক্র। তাই এই গ্রহের উদয় তুলা রাশির জন্য বিশেষ সুখবর। দীর্ঘদিন আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা প্রবল। কোনও বড় ইচ্ছা পূরণ হতে পারে। অবিবাহিতদের জীবনে বিয়ের প্রস্তাব আসতে পারে। সামাজিক ও পারিবারিক জীবনে সম্মান বাড়বে।
মীন রাশি
মীন রাশির জাতকরা বর্তমানে শনির সাড়ে সাতির প্রভাব অনুভব করছেন। তবে শুক্রের উদয় এই কষ্ট অনেকটাই লাঘব করবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সম্পত্তি ও সম্মান, দুটিই বাড়তে পারে। ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বিশেষ স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেমের সম্পর্ক আরও আন্তরিক হয়ে উঠবে।