Advertisement

Shukra Uday Maghi Purnima: ১ ফেব্রুয়ারি থেকে মালামাল হবে ৩ রাশি, মাঘী পূর্ণিমায় শুক্রের হচ্ছে উদয়

১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। এই দিনটা ধন, বৈভব এবং সুখের কারক গ্রহ শুক্র মকর রাশিতে উদয় হবে। শুক্র প্রায় ৯ মাস পর উদয়মান থাকবে। তারপর ১২ অক্টোবর অস্ত যাবে। আর জ্যোতিষ মতে, মাঘী পূর্ণিমাতে শুক্র উদয় হলে তিন রাশি ভাল ফল পাবে। এই রাশিগুলির হঠাৎ করেই ধনপ্রাপ্তি হবে। সমাজে বাড়বে মান-সম্মান। সংসারে শান্তি বিরাজ করবে। 

শুক্র উদয় মাঘী পূর্ণিমাশুক্র উদয় মাঘী পূর্ণিমা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2026,
  • अपडेटेड 9:06 AM IST
  • ১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা
  • শুক্র মকর রাশিতে উদয় হবে
  • তিন রাশি ভাল ফল পাবে

১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। এই দিনটা ধন, বৈভব এবং সুখের কারক গ্রহ শুক্র মকর রাশিতে উদয় হবে। শুক্র প্রায় ৯ মাস পর উদয়মান থাকবে। তারপর ১২ অক্টোবর অস্ত যাবে। আর জ্যোতিষ মতে, মাঘী পূর্ণিমাতে শুক্র উদয় হলে তিন রাশি ভাল ফল পাবে। এই রাশিগুলির হঠাৎ করেই ধনপ্রাপ্তি হবে। সমাজে বাড়বে মান-সম্মান। সংসারে শান্তি বিরাজ করবে। 

এখন আপনি প্রশ্ন করতেই পারেন, সেই তালিকায় কোন কোন রাশি রয়েছে? আর সেই বিষয়টাই বিশদে জানান হল নিবন্ধিতে। তাই ঝটপট প্রতিবেদনটি পড়ে নিন। 

বৃষ রাশি
শুক্র উদয় হলে বৃষ রাশির জাতকদের ভাল সময় শুরু হবে। শুক্রদেব আপনার আয় বৃদ্ধি করবে। হাতে আসবে টাকা। আর্থিক সমস্যা মিটে যাবে। টাকা উপার্জনের নতুন রাস্তাও পেতে পারেন। 

ও দিকে পুরনো বা নতুন কোনও বিনিয়োগে ভাল লাভ পাবেন। দামি কোনও গিফটও পেতে পারেন কাছের মানুষের থেকে। পাশাপাশি সোনা এবং রুপো কেনার যোগও তৈরি হচ্ছে। 

এই সময় জীবনে সুখ বিরাজ করবে। সংসারে অশান্তি উবে যাবে। পাশাপাশি নতুন গাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

মিথুন রাশি
এই সময়টা ভাল যাবে মিথুন রাশিরও। আপনাদের ব্যবসায় হবে উন্নতি। পাশাপাশি চাকরিতেও এগিয়ে যাবেন। শুক্র আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। অল্প পরিশ্রম করেও ভাল ফল পাবেন।

এই দিন থেকে আপনার আর্থিক ভাগ্য বদলে যাবে। হাতে আসবে টাকা। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। এছাড়া পরিবারে চলতে থাকা বিবাদও আর থাকবে না। সম্পর্ক মসৃণ হবে। সংসারে শান্তি বজায় থাকবে।

মীন রাশি
মাঘী পূর্ণিমা থেকে আনন্দে দিন কাটাতে পারবেন। শুক্রের উদয় আপনার জীবনকে নানাভাবে বদলে দেবে। এতদিনের আর্থিক সমস্যা মিটে যাবে। 

এছাড়া কর্মক্ষেত্রে বাড়বে বিশ্বাসযোগ্যতা। শীর্ষস্থানীয়রা আপনাকে বিশ্বাস করে বড় দায়িত্ব দিতে পারেন। পাশাপাশি মান-সম্মানও বৃদ্ধি পাবে। 

পারিবারিক দিক থেকেও সময়টা ভালই কাটবে। সম্পর্ক আরও শক্তিশালী হবে। বিবাহিত জীবনে ফিরবে প্রেম। মানসিক শান্তি আসবে। তাই চিন্তার কোনও কারণ নেই। ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement