Shukra Uday Rashifal: সব গ্রহ, নক্ষত্ররা নিজের সময় মত স্থান বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য অশুভও হয়, আবার কারোর জন্য ইতিবাচকও হতে পারে। এমনটাই বলে জ্যোতিষশাস্ত্র। শুক্র গ্রহকে সম্পদ, বিলাসিতা, দাম্পত্য জীবনের কারক বলেই মনে করা হয়।
১৯ মার্চ মীন রাশি অস্ত যাবে শুক্র গ্রহ। ২৩ মার্চ শুক্র মীন রাশিতেই উদিত হবে। হোলির পরে শুক্রের উদিত হওয়ায় কিছু রাশির জাতক জাতিকারা নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন, অর্থপ্রাপ্তি নিশ্চিত কাদের, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। তাদের একাদশ ঘরে উদিত হতে চলেছে এই গ্রহ। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। জমি, যানবাহন কেনার মতো ইচ্ছে আপনাদের পূরণ হবে। কেরিয়ারে খুব উন্নতি লাভ করতে পারবেন। এসময় থেকে আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। যারা বিবাহিত রয়েছেন, তাদের খুব শুভ সময়। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও ভালো লাগবে। এ সময় আপনার শরীর ভালোই থাকবে। তবে পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নেবেন।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনার তৃতীয় ঘরে উদিত হতে চলেছে এই গ্রহ। তাই আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পারিবারিক যেকোনও ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। এসময় পাইকারি ব্যবসাতে যদি বিনিয়োগ করতে চান, করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। স্ত্রীর সঙ্গে যে বিরোধ ছিল তা মিটে যাবে। যারা বেকার রয়েছেন তাদের অত্যন্ত শুভ সময়। মনের মত চাকরি পাবেন আপনারা। এসময় মাথা ঠান্ডা রেখে পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের নবম ঘরে উদিত হতে চলেছে শুক্র গ্রহ। তাই এই সময় আপনাদের জন্য অত্যন্ত শুভ। যেকোনও শুভ কাজ এখন করে ফেলুন। চাকরি থেকে ব্যবসায় যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন। কেরিয়ারে যথেষ্ট খ্যাতি অর্জন করতে পারবেন। এসময় আত্মবিশ্বাস আপনার বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় মানসিক চাপ অনেক কমবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। ব্যবসার সব কাজে বাবা মা আপনাকে যথেষ্ট সাহায্য করবেন।