বৈদিক জ্যোতিষ অনুসারে একাধিক রাজযোগ ও মহাপুরুষ রাজযোগ হতে চলেছে। যার ফলে ব্যক্তি সব ধরনের জাগতিক সুখ ভোগ করবেন নভেম্বরে। নভেম্বরে মালব্য রাজযোগ তৈরি হবে। যার সম্পর্ক শুক্র গ্রহের সঙ্গে। নভেম্বরের শুরুতেই শুক্র গ্রহ গোচর করে মালব্য রাজযোগ তৈরি হবে। যার ফলে কিছু রাশির ভাগ্য খুব উজ্জ্বল হতে শুরু করবে। জানুন সেই রাশিগুলো কারা।
ধনু রাশি
মালব্য রাজযোগের ফলে ধনু রাশির জাতকদের আয় ও বিনিয়োগ থেকে লাভ হবে। কারণ এই শুক্র গ্রহ আপনাকে জবরদস্ত আয় দেবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। এরই সঙ্গে আপনার বিনিয়োগ থেকে লাভ হবে। হঠাৎ করে অর্থলাভ হবে। বিনিয়োগ, শেয়ার বাজার বা পুরনো কোনও বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ পেতে পারেন। আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। এরই সঙ্গে সন্তানের পক্ষ থেকে ভাল খবর পেতে পারেন।
মকর রাশি
মালব্য রাজযোগের জেরে নভেম্বর মাস মকর রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। আপনার কাজ ও ব্যবসা দারুণ চলবে। এরই সঙ্গে চাকুরিজীবি মানুষদের এই সময় নতুন দায়িত্ব পাবেন। পদোন্নতি পাবেন। কর্মক্ষেত্রে আপনার প্রদর্শনের প্রশংসা পাবেন। ব্যবসায়িরা ভাল অর্থলাভ করতে পারবেন। এরই সঙ্গে ব্যবসা ভাল চলবে। নতুন কোনও চুক্তি পেতে পারেন। হঠাৎ করে অর্থলাভ হতে পারে।
তুলা রাশি
মালব্য রাজযোগ নভেম্বরে এই রাশির জাতকদের জন্য অনুকূল। এই রাজযোগের ফলে আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়। বিবাহিত জীবন আরও মধুর হবে। সিঙ্গল ব্যক্তিদের বিয়ের প্রস্তাব আসতে পারে। পরিবারে সুখ ও স্বাচ্ছন্দ্য আসবে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ বা শুভ কাজ হতে পারে। প্রিয়জনদের সঙ্গে সম্পর্কে মিষ্টতা বাড়বে। অংশীদারিত্বের কাজে লাভবান হবেন।