Advertisement

Shukradev Favourite Zodiacs: শুক্রের দয়ায় ৪ রাশি পায় ভোগৈশ্বর্য, আকষর্ণীয় স্বভাব

শুক্রকে বস্তুগত সুখ, বিলাসিতা ও বৈভবের গ্রহ মনে করা হয়। কোনও ব্যক্তিকে আকর্ষণীয় করে তোলে। সুখ ও সমৃদ্ধি দেয়। যাঁদের কোষ্ঠীতে এই গ্রহটি শক্তিশালী তাঁদের জীবনে কখনও অর্থের অভাব হয় না। জেনে নিন কোন কোন রাশিতে সারা জীবন শুক্রের আশীর্বাদ মেলে।

রাশিফলরাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jul 2025,
  • अपडेटेड 10:55 PM IST
  • শুক্রের প্রিয় ৪ রাশি।
  • এই রাশির জীবন কাটে বিলাসিতায়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৯টি গ্রহের প্রভাব পড়ে মানুষের জীবনে। প্রতিটিই গ্রহই কোনও না কোনও রাশির অধিপতি। শুক্রকে বস্তুগত সুখ, বিলাসিতা ও বৈভবের গ্রহ মনে করা হয়। কোনও ব্যক্তিকে আকর্ষণীয় করে তোলে। সুখ ও সমৃদ্ধি দেয়। যাঁদের কোষ্ঠীতে এই গ্রহটি শক্তিশালী তাঁদের জীবনে কখনও অর্থের অভাব হয় না। জেনে নিন কোন কোন রাশিতে সারা জীবন শুক্রের আশীর্বাদ মেলে।

বৃষ রাশি: এই রাশির অধিপতি গ্রহ শুক্র। বৃষ রাশির জাতক-জাতিকারা হন বুদ্ধিমান এবং পরিশ্রমী। সাধারণত আকর্ষণীয় চেহারার অধিকারী হন। যে কেউ সহজেই তাঁদের প্রতি আকৃষ্ট হন। তাঁরা যেখানেই থাকুন না কেন, নিজস্ব পরিচয় তৈরি করেন। ভালো পোশাক পরতে খুব পছন্দ করেন। সবসময় তাদের প্রকৃত বয়সের চেয়ে কম বয়সী দেখায়। দেবী লক্ষ্মীর আশীর্বাদও থাকেন। জীবন আরাম-আয়েশে পূর্ণ থাকে। বুদ্ধিমত্তার কারণে তাঁরা সম্পদ লাভ করেন।

তুলা রাশি- শুক্র হল তুলা রাশির অধিপতি। শুক্রের কারণেই এই রাশির জাতক-জাতিকারা জীবনের সকল আরাম-আয়েশ এবং বিলাসিতা লাভ করেন। এই ব্যক্তিরা বুদ্ধিমান এবং নিজেদের কাজে দক্ষ হন। তাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। তাঁরা প্রতিটি কাজ নিখুঁতভাবে করতে পারদর্শী। তাঁরা দৃঢ়সংকল্পবদ্ধ হন। ব্যবসা খুব ভালো বোঝেন। শুক্রের প্রভাবে বৈভব ও বিলাসিতা করার ইচ্ছে থাকে প্রচণ্ড।

মীন রাশি- শুক্রের উচ্চ রাশি। তাই এই রাশির জাতক-জাতিকাদের উপর শুক্রের বিশেষ আশীর্বাদ রয়েছে। এই জাতকরা খুবই সৃজনশীল হন। তাঁরা যে ক্ষেত্রে কাজ করে সেখানেই প্রচুর খ্যাতি অর্জন করেন। একবার কোনও কাজ করার সিদ্ধান্ত নিলে, সাফল্য না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেন না।

সিংহ রাশি- এই রাশির উপরেও থাকে শুক্রদেবের কৃপা। তাঁদের কর্মের ঘরে অবস্থান করেন শুক্রদেব। তাই সৃজনশীল ক্ষেত্রে এই রাশির জাতকরা যশলাভ করেন। তাঁরা কর্মক্ষেত্রে সকলের মন জয় করেন। প্রচণ্ড আকর্ষণীয় হন। ভিড়ের মধ্যেও আলাদা করে নিজের পরিচয় তৈরি করেন। শুক্রের কৃপায় এই ব্যক্তিরা যেখানেই যান না কেন, তাঁদের আধিপত্য প্রতিষ্ঠা করেন। তাঁদের ব্যক্তিত্ব এবং কথাবার্তা উভয়ই আকর্ষণীয়। শুক্রের বিশেষ প্রভাবের কারণে এই ব্যক্তিরা দ্রুত সম্পদ অর্জন করেন। চিত্তাকর্ষক কথায় মানুষকে বশ করে ফেলেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement