
Shukraditya Rajayoga 2026: নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই বড় জ্যোতিষীয় পরিবর্তন। সোমবার, ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহে সূর্য প্রবেশ করতে চলেছে মকর রাশিতে। সঙ্গে থাকছে শুক্রের গমন আর এই দুটি মিলেই গঠিত হচ্ছে শক্তিশালী ‘শুক্রাদিত্য রাজযোগ’।
বৈদিক জ্যোতিষ মতে, এই যোগের প্রভাব অত্যন্ত শুভ। সামাজিক সম্মান, কেরিয়ারে উন্নতি, আর্থিক লাভ, সব মিলিয়ে কয়েকটি রাশির জীবনে খুলে যাবে নতুন পথ। ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬। এই সময়ে যে পাঁচ রাশি সবচেয়ে বেশি সৌভাগ্য লাভ করবেন, দেখে নিন তাঁদের সপ্তাহের পূর্বাভাস।
বৃষ রাশি
বৃষ রাশির জন্য আসছে স্বস্তির সপ্তাহ। পরিবারের পরিবেশ থাকবে শান্ত ও আনন্দময়। ঘরোয়া সুখ-সমৃদ্ধি বাড়বে। হাতে আসতে পারে এমন কোনও সুযোগ, যা ভবিষ্যৎ স্থায়ীভাবে বদলে দিতে পারে। আর্থিক উন্নতি হবে স্পষ্ট। স্বাস্থ্যও আগের তুলনায় ভালো থাকবে। মানসিক শান্তি পেয়ে সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য আসছে উন্নতির সপ্তাহ। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা নতুন প্রকল্পের কাজ মিলতে পারে। যাঁরা চাকুরিজীবী, তাঁরা কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। হাতে আসবে অতিরিক্ত অর্থ, যা আর্থিকভাবে শক্ত অবস্থান তৈরি করবে। প্রেমের সম্পর্কও আরও স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।
কর্কট রাশি
কর্কট রাশির জন্য সপ্তাহটি হবে সাফল্যে ভরা। সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের ক্ষেত্রে বিশেষ উন্নতি দেখা যাবে। বহুদিনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা। কেরিয়ারে মিলতে পারে বড় ব্রেক থ্রু। পারিবারিক সমস্যা কমবে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে শান্তি ফিরবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য সপ্তাহটি রোম্যান্স ও শান্তিতে ভরা। ১২ জানুয়ারি থেকে শুরু সপ্তাহে মনের জোর থাকবে প্রচুর। প্রবীণদের আশীর্বাদে সব কাজে সফলতা আসবে। শরীরচর্চা ও সুস্থতা—দুটোই থাকবে নিয়ন্ত্রণে। পুরনো সমস্যা কেটে গিয়ে নতুন এনার্জি পাবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের কেরিয়ারে আসবে উল্লেখযোগ্য উন্নতি। অফিসে বদল বা নতুন সুযোগ মিলতে পারে। সম্মান বাড়বে, প্রভাব বাড়বে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সমর্থন পাবেন। আর্থিক লাভেরও সম্ভাবনা জোরালো, ফলে ব্যাঙ্ক ব্যালান্স বাড়তে পারে। প্রেমে সুখ থাকবে, আর স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়বে।