Advertisement

Surya Grahan Rashifal 2025: বছরের প্রথম সূর্যগ্রহণ জীবনে বড় বদল হবে ৫ রাশির, ভাল না খারাপ?

Surya Grahan 2025: ২৯ মার্চ দুপুর ২ টো ২০ মিনিট থেকে শুরু হবে সূর্য গ্রহণ। যা চলবে সন্ধ্যা ৬ টা ১৬ মিনিট পর্যন্ত। ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। তাই সূতক সময়ও বৈধ হবে না। সূর্যগ্রহণ ঘটবে মীন রাশি ও উত্তরভাদ্রপদ নক্ষত্রে ঘটবে। এসময় সূর্য, রাহু, শুক্র, বুধ, চন্দ্র মীন রাশিতে থাকবে। যার ফলে গ্রহণ আরও বিশেষ হবে।

বছরের প্রথম সূর্যগ্রহণ জীবনে বড় বদল হবে ৫ রাশির, ভাল না খারাপ?বছরের প্রথম সূর্যগ্রহণ জীবনে বড় বদল হবে ৫ রাশির, ভাল না খারাপ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2025,
  • अपडेटेड 4:13 PM IST

Surya Grahan Rashifal 2025: জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর মোট দুটি করে সূর্যগ্রহণ ও দুটি করে চন্দ্রগ্রহণ ঘটে। চলতি বছর হোলির দিন ঘটে গেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এবার ঘটবে প্রথম সূর্যগ্রহণ। ২৯ মার্চ দুপুর ২ টো ২০ মিনিট থেকে শুরু হবে সূর্য গ্রহণ। যা চলবে সন্ধ্যা ৬ টা ১৬ মিনিট পর্যন্ত। ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। তাই সূতক সময়ও বৈধ হবে না। সূর্যগ্রহণ ঘটবে মীন রাশি ও উত্তরভাদ্রপদ নক্ষত্রে ঘটবে।

এ সময় সূর্য, রাহু, শুক্র, বুধ, চন্দ্র মীন রাশিতে থাকবে। যার ফলে গ্রহণ আরও বিশেষ হবে। কাদের ভালো ও খারাপ সময় শুরু হবে এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের উপর অত্যন্ত শুভ প্রভাব পড়বে। আবার সূর্যগ্রহণের অশুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের জীবনে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ সময়। তবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। এসময় কোনও সমস্যার সম্মুখীন আপনি হবেন না। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বে না। মাথা ঠান্ডা রেখে চলবেন।

মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত খারাপ সময়। এসময় কোনও কাজে তেমনভাবে সফলতা না পাওয়ায় জীবনে নানান সমস্যা আসবে আপনার। এসময়ে মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনেও সমস্যা আসবে। কোনও কাজে এগোতে পারবেন না। এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো।

মেষ রাশি
বছরের প্রথম সূর্যগ্রহণে মেষ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত কঠিন সময় শুরু হবে। এই সময় কোনও কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। আদালতের নানান সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধান হোন আপনি। কারণ এসময় আপনার অর্থ ক্ষতি হতে পারে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। এই সময় কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না আপনি।

Advertisement

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের এসময় খুব সাবধানে চলতে হবে। তবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে না। তবে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। কর্মজীবনেও এগিয়ে যেতে পারবেন। এসময় প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। মানসিক চাপও আপনার আগের থেকে অনেক কমবে।

মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। চাকরিতে বেতন বাড়বে আপনার। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। আয়ের নতুন সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন।

বছরের প্রথম সূর্যগ্রহণ কখন ঘটবে? (Solar Eclipse 2025)
বছরের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামী ২৯ মার্চ, শনিবার। এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ২টা ২০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না। যে কারণে এর সূতক কালও বৈধ হবে না। সূর্যগ্রহণ শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে একটি সূর্যগ্রহণ ঘটে। ভারতীয় সময় অনুযায়ী, ২৮ মার্চ মধ্যরাতে ২টা ২০ মিনিটে শুরু হবে এই গ্রহণের সূতক সময়।

 

Read more!
Advertisement
Advertisement