খুব শীঘ্রই ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রে সূর্যগ্রহণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বছরের প্রথম সূর্যগ্রহণ হবে এপ্রিল মাসে। ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse 2024) হবে এপ্রিল মাসের ৮ তারিখ। এদিন পূর্ণ সূর্যগ্রহণ হবে। অনেক দেশ থেকেই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। তবে ভারত থেকে সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে না। তবে কিছু রাশির ওপর সূর্যগ্রহণের প্রভাব পড়তে চলেছে। সূর্যগ্রহণের প্রভাব কিছু রাশির ওপর ইতিবাচক ও কিছু রাশির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। আসুন তাহলে জেনে নিই যে বছরের প্রথম সূর্যগ্রহণের ফলে কোন রাশিদের মুশকিল বাড়তে চলেছে।
কবে সূর্যগ্রহণ
সাত বছরের মধ্যে দ্বিতীয়বার ঘটছে ৮ এপ্রিলের পূর্ণ সূর্যগ্রহণ। জ্যোতির্বিদ্যা অনুযায়ী, এই সূর্যগ্রহণের সময় সূর্য তার সর্বোচ্চ কার্যকলাপে থাকবে। এর আগে ২০১৭ সালে হয়েছিল পূর্ণ সূর্যগ্রহণ। তবে সেই সূর্যগ্রহণে সূর্য তার সর্বনিম্ন কার্যকলাপে ছিল। ই সময়ে রাহুর প্রভাব বৃদ্ধি পায়। সূর্যগ্রহণের সময় কোনও শুভ কাজ করা হয় না। এই সময়কালে, গর্ভবতী মহিলাদের তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। জ্যোতিষীদের মতে সূর্যগ্রহণের আগের সময়কে সূতক বলা হয়। সূতকের কারণে কোনও শুভ কাজ হয় না। সূর্যগ্রহণের দিনে সূতক ১২ ঘন্টা স্থায়ী হয়। এর অর্থ হল সূর্যগ্রহণের ১২ ঘন্টা আগে সূতক শুরু হয়। সূতক শুরু হয় চন্দ্রগ্রহণের ৯ ঘণ্টা আগে। সূর্য ও চন্দ্রগ্রহণ দৃশ্যমান না হলে সূতক পালন করা হয় না।
বৃশ্চিক রাশি
বছরের প্রথম সূর্যগ্রহণ বৃশ্চিক রাশির মানুষদের জন্য শুভ বলে বিবেচিত হবে না। এই সময় বৃশ্চিক রাশির মানুষদের সমস্যা বাড়বে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি মনে হতে পারে। ব্যবসায়ীদের কিছু সমস্যা হতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা-ভাবনা করে নিন। মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন।
তুলা রাশি
তুলা রাশির মানুষদের জন্য বছরের প্রথম সূর্যগ্রহণ লাভজনক হবে না। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে সমস্যা হতে পারে। মানসিক স্বাস্থ্য ভাল যাবে না। এই সময় যাত্রা করবেন সাবধানে। মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন।
বৃষ রাশি
বৃষ রাশির মানুষদের জন্য বছরের প্রথম সূর্যগ্রহণ একেবারেই ভাল যাবে না। কিছু কাজে দেরি হতে পারে। আর্থিক ব্যয়ও বাড়তে পারে। দাম্পত্য জীবনেও অশান্তি দেখা দেবে। অপ্রয়োজনীয় অশান্তি এড়িয়ে চলুন। এই সময় সাবধান থাকা আপনার জন্য জরুরি।