Solar Eclipse: ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটেছিল মার্চে। চলতি বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে। এই দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এদিনই পড়ছে সর্ব পিতৃ অমাবস্যা। শ্রাদ্ধ পক্ষের অন্তিম দিন। অর্থাৎ, এক মাসেই দু'টি গ্রহণ প্রথমত চন্দ্রগ্রহণ এবং দ্বিতীয়ত সূর্যগ্রহণ ঘটতে চলেছে।
৭ সেপ্টেম্বর বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ পড়ছে। শ্রাদ্ধ পক্ষের সূচনাতেই। আর শেষ দিনে পড়ছে সূর্যগ্রহণ। এই সময় সূর্য থাকবে কন্যা রাশিতে, ফলে জ্যোতিষশাস্ত্র মতে, এই সূর্যগ্রহণ কন্যা রাশিতে পড়ছে। এর প্রভাব পড়বে সব ১২টি রাশির উপরেই।
জ্যোতিষ মতে গ্রহণের গুরুত্ব
জ্যোতিষ মতে, গ্রহণের সময় খুবই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। গ্রহণের পরে দান করলে তা বিশেষ ফলদায়ক বলেই মনে করা হয়। যেহেতু এটি শ্রাদ্ধপক্ষের অন্তিম দিন, তাই এদিনের দান ও পুণ্যকর্ম অত্যন্ত শুভ বলে মানা হয়।
সূতক লাগবে না
এই সূর্যগ্রহণের সূতককাল মান্য হবে না। কারণ এটি ভারতে দৃশ্যমান নয়। সাধারণত সূতক মান্য হয় সেই অঞ্চলগুলিতে, যেখানে গ্রহণ চোখে দেখা যায়। দেখা না গেলে সেখানে মন্দির বন্ধ কিংবা উপবাসের নিয়ম প্রয়োগ হয় না। সাধারণত গ্রহণের ১২ ঘণ্টা আগে সূতক শুরু হয়ে যায়।
ভারত থেকে দেখা যাবে না
২১ সেপ্টেম্বরের এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। এটি একটি আংশিক সূর্যগ্রহণ। দেখা যাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, নিউজিল্যান্ড ও অ্যান্টার্কটিকার কিছু অংশে। এই গ্রহণে চাঁদের আড়ালে সূর্যের প্রায় ৮৫ শতাংশ অংশ ঢাকা পড়বে।
কখন শুরু ও কখন শেষ হবে জেনে নিন
আংশিক গ্রহণ শুরু হবে ১৭:২৯ ইউটিসি-তে (ভারতীয় সময় অনুযায়ী রাত প্রায় ১০টা)। সর্বাধিক গ্রহণ দেখা যাবে ১৯:৪১ ইউটিসি-তে, তখনই সূর্যের ৮৫ শতাংশ ঢেকে যাবে চাঁদের আড়ালে। গ্রহণ শেষ হবে রাত ২১:৫৩ ইউটিসি-তে।
২০২৫ সালের এই দ্বিতীয় সূর্যগ্রহণ শুধু জ্যোতিষ দৃষ্টিকোণ থেকেই নয়, সময়ের সাযুজ্য এবং ধর্মীয় গুরুত্বের কারণেও অনন্য হয়ে উঠছে। বিশেষ করে যেহেতু এটি সর্ব পিতৃ অমাবস্যার দিনেই ঘটছে, তাই বহু মানুষ দান-ধ্যান ও পিতৃতর্পণ করবেন এই দিনে।