Advertisement

Shani Surya Rashi: শনির নক্ষত্রে সূর্যের প্রবেশ, আজ থেকেই আর্থিক প্রতিপত্তি বাড়বে ৩ রাশির

Shani Surya Rashi: এই সময়ে সূর্য অনুরাধা নক্ষত্রে প্রবেশ করলে কয়েকটি রাশির জীবনে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারও জীবনে নতুন সূচনা, কারও কাছে সমাধান, আবার কারও জন্য আর্থিক স্বস্তি আসতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।

শনি-সূর্যের যুতিশনি-সূর্যের যুতি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Nov 2025,
  • अपडेटेड 9:04 PM IST

Shani Surya Rashi: জ্যোতিষশাস্ত্র মতে, আগামী ১৯ নভেম্বর সূর্যের নক্ষত্র পরিবর্তন হতে চলেছে। সূর্য যেখানে শক্তি, আত্মবিশ্বাস ও প্রাণশক্তির প্রতীক, সেখানে শনি শৃঙ্খলা, পরিশ্রম ও কর্মফলের প্রতিনিধি। এই সময়ে সূর্য অনুরাধা নক্ষত্রে প্রবেশ করলে কয়েকটি রাশির জীবনে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারও জীবনে নতুন সূচনা, কারও কাছে সমাধান, আবার কারও জন্য আর্থিক স্বস্তি আসতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।

মিথুন রাশির জন্য সময়টি বিশেষভাবে শুভ বলে ধরা হচ্ছে। আটকে থাকা কাজ নতুন করে গতি পেতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে, প্রযোজ্য ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও উজ্জ্বল। দীর্ঘদিনের মতবিরোধ বা জটিলতা কাটতে পারে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যার ফলে আর্থিক চাপ কমবে। আত্মবিশ্বাস বাড়ায় যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সুবিধা মিলবে।

সিংহ রাশির জাতকদের জন্য সূর্যের এই গমন বেশ লাভজনক হতে পারে। ব্যবসায় চাপ কমবে, কর্মক্ষেত্রে স্বীকৃতি বাড়বে, পাশাপাশি নতুন দায়িত্ব নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে করা বিনিয়োগে মুনাফা দেখা যাবে। ছাত্রছাত্রীদের জন্য সময়টি সহায়ক। পড়াশোনায় মনোযোগ বাড়বে, পরীক্ষার প্রস্তুতিও ভাল হবে। বাড়িতেও সম্মান ও সুনামের সম্ভাবনা বাড়বে।

বৃশ্চিক রাশির জন্য সূর্যের এই নক্ষত্র পরিবর্তন অনুকূল ফল আনতে পারে। আর্থিক সুবিধা মিলবে, কাজে সাফল্য আসবে, নতুন বৃহৎ প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগও মিলতে পারে। স্বাভাবিক দূরদর্শিতা এই সময়ে কাজে লাগবে। দাম্পত্য জীবন থেকে শুরু করে সামাজিক সম্পর্ক, সব ক্ষেত্রেই শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। সামগ্রিকভাবে এই রাশির জাতকদের জন্য সময়টি উন্নতির বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

Read more!
Advertisement
Advertisement