জ্যোতিষ মতে, আগামী ১২ ফেব্রুয়ারি মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্য। যার প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। সুখ-ধনলাভের যোগ রয়েছে। জেনে নিন...
মিথুন রাশি (Gemini):
কপাল খুলবে মিথুন রাশির জাতকদের। কোনও সুখবর পেতে পারেন। ব্যবসা লাভজনক হবে। সমাজে সুনাম বাড়বে। দীর্ঘদিনের কোনও কাজ সম্পূর্ণ হবে।
সিংহ রাশি (Leo):
ভাগ্যোদয় হবে সিংহ রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। শরীর ভাল থাকবে। প্রেমের সম্পর্ক মজবুত হবে।
কন্যা রাশি (Virgo):
ভাগ্য বদলাবে কন্যা রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। সব সমস্যার সমাধান হবে। দাম্পত্য সুখ বাড়বে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৬ ফেব্রুয়ারি চন্দ্রের সঙ্গে মিলিত হবে বৃহস্পতি। যার ফলে তৈরি হবে গজকেশরী রাজযোগ। এর প্রভাবে কপাল খুলবে তুলা, কর্কট ও সিংহ রাশির জাতকদের। আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। তারপরে ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের।