Advertisement

Sun Transit in Cancer 2025: সূর্য গোচরে লাকি এই ৪ রাশি, নতুন আলোয় ভরবে জীবন

Surya Gochar 2025: ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্য দেব। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে গ্রহদের রাজা বলা হয়।

সূর্যের গোচরে ৪ রাশির জীবন আলোকিতসূর্যের গোচরে ৪ রাশির জীবন আলোকিত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2025,
  • अपडेटेड 5:43 PM IST
  • ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্য দেব।
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে গ্রহদের রাজা বলা হয়।
  • রাশিচক্র পরিবর্তনে বিশেষভাবে লাভবান হবেন মিথুন, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা।

Surya Gochar 2025: ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্য দেব। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে গ্রহদের রাজা বলা হয়। তার শুভ প্রভাব জীবনে নিয়ে আসে সৌভাগ্য, সাফল্য ও অর্থপ্রাপ্তি। সূর্যের এই রাশিচক্র পরিবর্তনে বিশেষভাবে লাভবান হবেন মিথুন, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা।

মিথুন রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর এনে দেবে নতুন সম্ভাবনা। কর্মজীবন এবং ব্যবসায় সাফল্যের দরজা খুলে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে মিলবে ইতিবাচক ফল। পৈতৃক সম্পত্তি থেকেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাক্‌শক্তি হবে কোমল ও প্রভাবশালী। শত্রুদের মোকাবিলায় পাওয়া যাবে জোরদার সাফল্য। পাশাপাশি বাড়বে ধন, সৌভাগ্য ও পারিবারিক সুখ।

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই রাশিচক্র পরিবর্তন এক নতুন আশার আলো হয়ে উঠবে। প্রেমের সম্পর্কে আসবে গভীরতা, দাম্পত্য জীবন হবে সুখময়। কর্মক্ষেত্রে মিলতে পারে বড় সাফল্য, চাকরিজীবীদের জন্য রয়েছে পদোন্নতির সুযোগ। ব্যবসায়িক দিক থেকেও সময়টা হবে অত্যন্ত লাভজনক। আর্থিকভাবে বাড়বে স্বাচ্ছন্দ্য। যাঁরা এখনও সিঙ্গল, তাঁদের জীবনে আসতে পারেন কোনও বিশেষ মানুষ।

তুলা রাশির জন্য সূর্যের কর্কট রাশিতে প্রবেশ অত্যন্ত শুভ। এই সময়ে কাজকর্মে মিলবে কাঙ্ক্ষিত ফল। সমাজে সম্মান ও জনপ্রিয়তা বাড়বে। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে আগ্রহ জন্মাবে। পরিবারে শুভ কাজের আয়োজন হতে পারে। পরিবারের কারও বিয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই সময়েই। মানসিক চাপ হ্রাস পাবে, জীবন হবে শান্তিপূর্ণ ও আনন্দময়।

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্যও সময়টা হবে আশীর্বাদস্বরূপ। বহুদিন ধরে আটকে থাকা কাজ সফল হবে। নতুন আয় রোজগারের সুযোগ আসবে। অফিসে উর্ধ্বতনদের থেকে মিলবে সহযোগিতা। সন্তানের দিক থেকেও আসতে পারে শুভ সংবাদ। দাম্পত্য জীবন থাকবে আনন্দে ভরা। ব্যবসায়ে আসবে প্রসার, অর্থনৈতিক দিক থেকেও মিলবে সাফল্য ও স্থায়িত্ব।

সব মিলিয়ে ১৬ জুলাই সূর্য দেব কর্কট রাশিতে প্রবেশ করায় এই চারটি রাশির জাতকদের জীবনে শুরু হতে চলেছে এক শুভ সময়ের যাত্রা। জ্যোতিষ মতে, সময়টা তাঁদের পক্ষে যাবে এবং মিলবে সৌভাগ্য, সাফল্য ও অর্থপ্রাপ্তি। তাই এই রাশির জাতক-জাতিকারা এখন থেকেই তৈরি হয়ে যান জীবনের উজ্জ্বল অধ্যায়ের জন্য।

দ্রষ্টব্য: রাশি, জ্যোতিষ, ধর্ম সংক্রান্ত প্রতিবেদনগুলি লোকমতভিত্তিক। প্রকাশক-সম্পাদক এগুলির সত্যতা নিশ্চিত করে না।

Advertisement

Read more!
Advertisement
Advertisement