Sun Transit in Libra 2025: রাশি বদলাচ্ছে সূর্য। ১৭ অক্টোবর সূর্য দেব তুলা রাশিতে প্রবেশ করবেন। এত দিন তিনি ছিলেন কন্যা রাশিতে। এই রাশি পরিবর্তনের ফলে অক্টোবরের দ্বিতীয়ার্ধে ৫ রাশির জীবনে বড় বদল আসতে চলেছে। জ্যোতিষ মতে সূর্য ‘নবগ্রহের রাজা’। সূর্যের প্রভাবেই কারও জীবনে নতুন সূচনা, নব উদ্যম, নতুন উদ্যোগের যোগ তৈরি হয়। সূর্যের নিজ রাশি সিংহ। তুলা রাশি সূর্যের জন্য নীচ রাশি। অর্থাৎ এখানে সূর্যের শক্তি কিছুটা কম থাকে। কিন্তু তবুও এই সময় অনেক রাশির জীবনে সাফল্য আসবে। কেউ অর্থ লাভ করবেন। কেউ আবার পাবেন নতুন কাজের সুযোগ পাবেন। আসুন জেনে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জীবনে শুভ সময় শুরু হতে চলেছে।
মিথুন রাশি
মিথুন রাশির জন্য সময়টি খুব ভালো। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। বহুদিন ধরে আটকে থাকা প্রোজেক্টে গতি আসবে। অফিসে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। এতদিনের পরিশ্রমের ফল পাবেন। যাঁরা পড়াশোনা করছেন, তাঁদের জন্যও সময়টা ভাল। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময়টা ভাল। হাল ছাড়বেন না। লড়াই চালিয়ে যাবেন। পারিবারিক জীবনেও ভাল সময় আসবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং মানসিক দিক থেকে সময়টি শুভ। পুরনো অসুখ সেরে যাবে। দৈনন্দিন জীবনে রুটিন ইদানিং নষ্ট হয়ে গিয়েছিল। এবার অবশেষে তা ফিরে আসবে। পরিবারে আনন্দময় পরিবেশ থাকবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিলে তার আগে ভাল করে ভাবুন। এই সময় ভ্রমণ বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে মন ভাল থাকবে।
তুলা রাশি
তুলা রাশির জন্য এই সময় অর্থলাভের সুযোগ মিলতে পারে। পুরনো বিবাদ মিটে যেতে পারে। দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। অফিসে সহকর্মী ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত কাজে মুনাফার সুযোগ পাবেন। বিবাহিতদের ক্ষেত্রে সংসারে শান্তি ও আনন্দের পরিবেশ থাকবে।
ধনু রাশি
ধনু রাশির জন্য এই সময়ে উন্নতির যোগ তৈরি হবে। চাকরি হোক বা ব্যবসা, দু’জায়গাতেই সাফল্যের সুযোগ আসবে। নতুন নতুন সুযোগ ও দায়িত্ব আসবে। বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে।
মকর রাশি
মকর রাশির অর্থভাগ্য তুঙ্গে থাকবে। নতুন বিনিয়োগে লাভ হবে। ব্যবসায় সাফল্য মিলবে। অফিসে কাজের প্রশংসা পাবেন। বাড়িতে শান্তি বজায় থাকবে। শরীর ও মন দুই-ই ভাল থাকবে। মানসিক ভারসাম্যও বজায় থাকবে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।