জ্যোতিষশাস্ত্রে সূর্য দেবতার গুশাস্ত্ররুত্ব অপরিসীম। মতে, সূর্য ও চন্দ্র একমাত্র এমন দেবতা যাঁদের আমরা খালি চোখে দেখতে পাই। প্রতি মাসেই সূর্য একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন। এই রাশি পরিবর্তনের প্রভাব পড়ে বারোটি রাশির ওপরেই। তবে কিছু রাশির ক্ষেত্রে এই সূর্য গোচর বিশেষ শুভ ফল নিয়ে আসে।
এ বছর ১৬ জুলাই সূর্য মিথুন রাশি ত্যাগ করে প্রবেশ করবেন কর্কট রাশিতে। এই গোচরের ফলে বেশ কয়েকটি রাশির জাতকদের জীবনে বড় রকমের ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। কারা সেই সৌভাগ্যবান রাশির জাতক? জেনে নেওয়া যাক—
মিথুন রাশি
সূর্য দেবতা কর্কটে প্রবেশ করতেই মিথুন রাশির জাতকদের জন্য খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দরজা। বিদেশ ভ্রমণের যোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন আটকে থাকা ভিসা বা নথিপত্র সংক্রান্ত কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকেও সুখবর আসবে। নতুন রোজগারের উৎস খুঁজে পাওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির স্পষ্ট ইঙ্গিত মিলছে।
কন্যা রাশি
এই গোচর কন্যা রাশির জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি ও বেতনবৃদ্ধির জোর সম্ভাবনা তৈরি হবে। যাঁরা দীর্ঘদিন ধরে উপযুক্ত চাকরির খোঁজ করছিলেন, তাঁরা এবার সফল হতে পারেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছেও আসতে পারে সুখবর। সন্তান সংক্রান্ত দিক থেকেও খুশির সংবাদ পাওয়ার সম্ভাবনা।
বৃশ্চিক রাশি
এই সময় বৃশ্চিক রাশির জাতকরা পারিবারিক জীবনে শান্তি ও বোঝাপড়ার এক নতুন মাত্রা অনুভব করবেন। পুরনো মনোমালিন্য দূর হয়ে সম্পর্ক আরও গভীর হতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। যাঁরা কোনও ইন্টারভিউ বা পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাঁদের জন্য সময় অনুকূল।
ধনু রাশি
ধনু রাশির জন্য এই সূর্য গোচর অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। যাঁরা শত্রুর দ্বারা অতিষ্ঠ, তাঁরা এবার স্বস্তি পেতে পারেন। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ঘরে কোনও শুভ কাজও হতে পারে। সন্তান চান এমন দম্পতির কাছেও সুখবর আসতে পারে।
এই চারটি রাশির জাতকদের জন্য ১৬ জুলাইয়ের সূর্য গোচর ২০২৫ নতুন সুযোগ ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসছে। শাস্ত্র মতে, সূর্যের কৃপায় ভাগ্য খুলে যেতে পারে। ফলে এই সময়কে কাজে লাগাতে হবে সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে।