Advertisement

Makar Sangkranti Rashi: মকর সংক্রান্তির পর থেকে ৪ রাশির দারুণ সময় শুরু হয়েছে, লাভ তুলে নিন

Makar Sangkranti Rashi: ২০২৬ সালের উত্তরায়ণের প্রভাব চলবে টানা ৬ মাস। সব রাশির ওপরই তার ছাপ পড়বে, তবে চারটি রাশি, বৃষ, কর্কট, তুলা ও মীন। এই পর্যায়ে সবচেয়ে বেশি সুবিধা পেতে চলেছে। অর্থ, কর্মজীবন আর ব্যক্তিগত জীবনে মিলতে পারে বড় সাফল্যের ইঙ্গিত।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Jan 2026,
  • अपडेटेड 8:46 PM IST

Makar Sangkranti Rashi: মকর সংক্রান্তি পেরোতেই সূর্য ঢুকেছে মকর রাশিতে, শুরু হয়েছে উত্তরায়ণ যাত্রা। জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময়টাকেই ধরা হয় উন্নতির দোরগোড়া। সূর্য উত্তর দিকে গতিপথ বদলালেই নাকি জীবনে বাড়ে ইতিবাচক শক্তি, কমতে থাকে বাধা-বিপত্তি। 

২০২৬ সালের উত্তরায়ণের প্রভাব চলবে টানা ৬ মাস। সব রাশির ওপরই তার ছাপ পড়বে, তবে চারটি রাশি, বৃষ, কর্কট, তুলা ও মীন। এই পর্যায়ে সবচেয়ে বেশি সুবিধা পেতে চলেছে। অর্থ, কর্মজীবন আর ব্যক্তিগত জীবনে মিলতে পারে বড় সাফল্যের ইঙ্গিত।

উত্তরায়ণকে জ্যোতিষে ধরা হয় নতুন সুযোগের সময় হিসেবে। আটকে থাকা কাজ গতি পায়, আর্থিক সমস্যা কমে এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে যায়।

আরও পড়ুন

বৃষ রাশি (Taurus)
এই সময়ে বৃষ রাশির জাতকদের অর্থভাগ্য জোরদার হবে। নতুন আয়ের উৎস মিলতে পারে। ব্যবসায়ীদের হাতে আসবে লাভের সুযোগ। বহুদিনের পুরনো বিনিয়োগ থেকেও মিলতে পারে সুখবর। চাকরিজীবীরা বেতন বাড়া বা পদোন্নতির আশা করতে পারেন। সংসারের আর্থিক স্থিতি শক্তপোক্ত হয়ে উঠবে।

কর্কট রাশি (Cancer)
কর্মক্ষেত্রে বদলে যাবে পরিস্থিতি। সুনাম ও দায়িত্ব দুটোই বাড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও সবচেয়ে বড় পরিবর্তন ঘটবে আটকে থাকা কাজের সমাধানে। মানসিক চাপ কমে জীবনে আসবে স্থিরতা ও ভারসাম্য।

তুলা রাশি (Libra)
নতুন পথ খুলে যেতে পারে তুলা রাশির সামনে। চাকরির ক্ষেত্রে ভালো অফার আসতে পারে। অন্যদিকে, যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্য সময়টা শুভ। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি দীর্ঘদিনের ইচ্ছে পূরণের সুযোগ মিলবে। পারিবারিক পরিবেশ শান্ত হবে।

মীন রাশি (Pisces)
উত্তরায়ণ সময়কাল মীনের হাত ধরেই আনছে সৌভাগ্য। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় স্বীকৃতি মিলতে পারে। নতুন কাজ শুরু করার জন্য সময় অনুকূল। ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্যের ক্ষেত্রেও আসবে ইতিবাচক পরিবর্তন। আত্মবিশ্বাস বাড়বে, ভবিষ্যতের পরিকল্পনাও এগোবে।

জ্যোতিষ মতে, উত্তরায়ণকে উন্নতির সময় বলা হয়। নতুন সিদ্ধান্ত, ব্যবসায় বিনিয়োগ, চাকরি বদল। সবকিছুর ক্ষেত্রেই এই সময়কে শুভ বলে ধরা হয়। ব্যক্তিগত কুণ্ডলীভেদে ফল আলাদা হলেও, ইতিবাচক মনোভাব ও পরিশ্রম মিললে সাফল্য লাভের সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement