Advertisement

Surya Chandra Byatipat Yog: সূর্য-চন্দ্রের ব্যতিপাত যোগে খুলছে ভাগ্যের দ্বার! এই ৪ রাশির সোনায় সোহাগা

Surya Chandra Byatipat Yog: সূর্য ও চন্দ্রের একযোগে তৈরি হচ্ছে ব্যতিক্রমী ‘ব্যতিপাত যোগ’। মে মাসের ৫ তারিখ সকাল ১০:১২-তে এই শুভ যোগ বদলে দেবে চার রাশির ভাগ্য। জীবনে আসবে সফলতা, উন্নতি ও সম্পত্তি লাভের সম্ভাবনা।

সূর্য-চন্দ্রের ব্যতিপাত যোগে খুলছে ভাগ্যের দ্বার! এই ৪ রাশির সোনায় সোহাগাসূর্য-চন্দ্রের ব্যতিপাত যোগে খুলছে ভাগ্যের দ্বার! এই ৪ রাশির সোনায় সোহাগা
Aajtak Bangla
  • 05 May 2025,
  • अपडेटेड 6:41 PM IST

সূর্য ও চন্দ্রের মিলনে আগামী ৫ মে তৈরি হচ্ছে বিশেষ এক জ্যোতিষীয় যোগ— 'ব্যতিপাত যোগ'। এই শুভ সংযোগ সকাল ১০:১২ মিনিটে সূর্য ও চন্দ্রের মিলনের ফলে তৈরি হবে, যা চারটি রাশির জন্য অত্যন্ত সৌভাগ্য আনতে চলেছে। নয়া সম্পত্তি লাভ, অর্থনৈতিক উন্নতি, কর্মজগতে অগ্রগতি— সব মিলিয়ে এই চার রাশির জাতক-জাতিকারা জীবনে এক নতুন ধাপে পৌঁছে যাবেন।

মেষ রাশি (Aries)
এই যোগ আপনার ভাগ্য বদলে দিতে পারে। আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে। চাকরি হোক বা ব্যবসা, মিলবে সফলতা। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলবে। সম্পত্তি কেনার যোগ প্রবল। মানসিক চাপ হ্রাস পাবে, পারিবারিক জীবনও থাকবে সুন্দর।

কর্কট রাশি (Cancer)
চাকরিতে পদোন্নতির সম্ভাবনা প্রবল। ব্যবসায় হবে লাভ, বাড়বে আয়। জীবনসঙ্গীর থেকে মিলবে সমর্থন ও সহানুভূতি। কোনও কাজে বাধা আসবে না। দারুণ সময়ের সূচনা হবে।

সিংহ রাশি (Leo)
অর্থনৈতিক সমস্যার থেকে মুক্তি মিলবে। পরিবারের কোনও শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। ভাগ্য আপনার পক্ষে থাকবে। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিলে সুফল পাবেন।

কন্যা রাশি (Virgo)
নতুন চাকরি খোঁজার জন্য আদর্শ সময়। কর্মক্ষেত্রের সমস্ত বাধা দূর হবে। সোনার ব্যবসায় লাভের সম্ভাবনা। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হবে। দৈনিক আয় বাড়বে এবং পরিবারে সুখ বজায় থাকবে।

এই ব্যতিক্রমী যোগ চারটি রাশির জীবনে সুসংবাদ নিয়ে আসতে চলেছে। যারা উদ্যোগ নিয়ে কাজে নামবেন, তাদের জন্য এই সময় হবে এক সুবর্ণ সুযোগ।

 

Read more!
Advertisement
Advertisement