Advertisement

Surya Dev Favourite Zodiacs: এই ৩ রাশির জাতক সূর্যদেবের খুব প্রিয়, নেতৃত্বগুণ-পৌরুষে হন বলীয়ান

গ্রহদের রাজা। নেতৃত্বগুণ দেয় সূর্য। কোষ্ঠীতে সূর্য শক্তিশালী না হলে ব্যক্তির আত্মবিশ্বাস কমতে শুরু করে। বাধাবিপত্তি আসতে থাকে। ব্যক্তির মধ্যে থাকে না নেতৃত্বগুণ। সমস্যা আসে পথে। ৩ রাশির জাতক-জাতিকারা সর্বদা গ্রহদের রাজা সূর্যের আশীর্বাদপ্রাপ্ত হন।

সূর্যদেবের রাশিফল সূর্যদেবের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jul 2025,
  • अपडेटेड 8:54 PM IST
  • গ্রহদের রাজা সূর্য।
  • সূর্যের প্রভাবে আত্মবিশ্বাস বাড়ে।

জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহ আছে। তাদের নবগ্রহও বলা হয়। এই গ্রহ হল সূর্য, বুধ, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু-কেতু। তবে রাহু এবং কেতু হল ছায়া গ্রহ। এই প্রতিটি গ্রহের প্রকৃতি আলাদা। মানুষের জীবনেও তারা ভিন্ন প্রভাব ফেলে। সূর্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। গ্রহদের রাজা। নেতৃত্বগুণ দেয় সূর্য। কোষ্ঠীতে সূর্য শক্তিশালী না হলে ব্যক্তির আত্মবিশ্বাস কমতে শুরু করে। বাধাবিপত্তি আসতে থাকে। ব্যক্তির মধ্যে থাকে না নেতৃত্বগুণ। সমস্যা আসে পথে। ৩ রাশির জাতক-জাতিকারা সর্বদা গ্রহদের রাজা সূর্যের আশীর্বাদপ্রাপ্ত হন। তাঁরা সকল ক্ষেত্রেই উন্নতি করেন। চলুন জেনে নিই এই সব রাশির নাম।

মেষ রাশি- বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশি সূর্যের প্রিয় রাশিগুলির মধ্যে অন্যতম। তিনি সর্বদা এই রাশির জাতক-জাতিকাদের আশীর্বাদ করেন। সূর্যের প্রভাবে তাঁদের আত্মবিশ্বাস বাড়ে। ভাগ্যের পরিবর্তন হয়। সমাজে সম্মান পান। কঠোর পরিশ্রম করেন। ফলে সাফল্য অর্জন করেন তাঁরা। ভালো অর্থ কামান।

সিংহ রাশি- সূর্য হল সিংহ রাশির অধিপতি। তিনি সর্বদা এই রাশির জাত-জাতিকাদের প্রতি সদয় হন। সূর্যের প্রভাবের কারণে সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসা, চাকরি, বিনিয়োগ এবং শিক্ষায় কাঙ্ক্ষিত ফল পান। এই রাশির জাতক-জাতিকারা হন আত্মবিশ্বাসী। তাঁদের মধ্যে থাকে নেতৃত্বের গুণ। সমাজে পান সম্মান। এই রাশির জাতক-জাতিকাদের নিজেদের উপর খুব ভালো নিয়ন্ত্রণ থাকে। চট করে তাঁরা আবেগে জড়িয়ে পড়েন না। নেতৃত্বগুণের কারণে সব জায়গায় কর্তৃত্ব করেন তাঁরা। টাকাপয়সার কখনও অভাব হয় না।

ধনু রাশি- সূর্যের প্রভাবের কারণে ধনু রাশির জাতক-জাতিকারা কেরিয়ার এবং পড়াশোনায় সফল হন। আত্মবিশ্বাসে থাকায় তাঁরা জীবনের সব ক্ষেত্রেই লক্ষ্য অর্জন করেন। তাঁরা নানা সুবিধাও পান। তারা কোনও কাজ হাত দিলে তা শেষ করেই ছাড়েন। এই রাশির জাতক-জাতিকারা নিজেদের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। কাজের প্রতি দায়বদ্ধ হন তাঁরা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement