
প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে ছট পুজোর পর্ব শুরু হয়। আবার সপ্তমী তিথিতে উদীয়মান সূর্যের প্রতি অর্ঘ্য নিবেদন করে এই পর্ব সমাপ্ত হয়। এ বছর ছট পর্ব ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে। এই পর্বে সূর্যদেব এবং ছটি মইয়ার উপাসনা করা হয়। জ্যোতিষবিদরা বলছেন, সূর্যদেবের কয়েকটি প্রিয় রাশি রয়েছে। যাদের উপর কৃপা সর্বদাই বজায় রাখেন তিনি। কোন কোন রাশির ভাগ্য এবার ছট পুজোর সময়ে চমকাবে?
মেষ: মেষ রাশি সূর্যের গুরুত্বপূর্ণ রাশি হিসেবে ধরা হয়। সূর্যদেব এই রাশির উপর বিশেষ কৃপা বজায় রাখেন। এই রাশির জাতকরা সাহসী, সৎ এবং উদ্যমী হয়। যখন সূর্য মজবুত হয় তখন এই রাশির জাতকরা নেতা হিসেবে নিজেদের প্রমাণ করে থাকেন। চটজলদি ভিড়ের মধ্যে নিজেদের পরিচয় তৈরি করে ফেলেন তারা। কেরিয়ারে দ্রুত এগোয় এরা। কোনও কাজ শুরু করার আগে দেরি করেন না। তবে কখনও কখনও রাগের বশে ভুল নির্ণয় করে ফেলেন। প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য নিবেদন করলে ইতিবাচক দিশা খুঁজে পাওয়া সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতকদের।
সিংহ: সূর্যদেবের সবচেয়ে প্রিয় রাশি সিংহ। কারণ এই রাশি সূর্যের নিজস্ব রাশি। এই রাশির জাতকরা জন্ম থেকেই আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। যেখানেই যান এরা নিজেদের প্রতি সকলকে আকর্ষিত করে পেলেন। খুব দ্রুতই তাদের মান সম্মান এবং প্রতিষ্ঠা পান। কেরিয়ারে এরাই নেতৃত্ব দেন। এঁদের ব্যক্তিত্ব মজবুত হয় এবং আত্মবিশ্বাস ঝড়ে পড়ে। কখনও সূর্য কমজোর হলে এই রাশির জাতকরা সমস্যা অনুভব করেন। ফলে সিংহ রাশির জাতকদের প্রতিদিন সকালে সূর্য নমস্কার এবং সূর্যকে অর্ঘ্য নিবেদন করা উচিত।
ধনু: ধনু রাশির উপরও সূর্যের বিশেষ কৃপা বজায় থাকে। এটি অগ্নিতত্বের রাশি। এই রাশির জাতকরা সৎ, ধার্মিক হয়। সূর্যের কৃপায় এদের জীবনে ভাগ্য সর্বদাই সহায়ক হবে। শিক্ষা হোক বা প্রশাসনিক কাজ কিংবা বিদেশের সঙ্গে জড়িত কোনও চাকরি, এই রাশির জাতকরা অনেক সমৃদ্ধ হয়। এদের ভিতরের আত্মবিশ্বাস এদের অন্যদের থেকে আলাদা হিসেবে তৈরি করে। যখন সূর্য মজবুত হয় তখন ধনু রাশির জাতকদের আচমকাই নাম যশ এবং নয়া সুযোগ মিলতে শুরু করে। তবে সূর্য কমজোর হলে আত্মবিশ্বাসও টলে যায়। দিকভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে এই রাশির জাতকদের সূর্য মন্ত্র 'ওঁ ঘূণি সূর্যায়ু নম:' জপ করতে হবে।