Advertisement

March Lucky Zodiac: সূর্যের গোচরে কয়েকদিনের মধ্যে ফুলে-ফলে বৃদ্ধি পাবে৩ রাশির ভাগ্য

March Lucky Zodiac: জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে গ্রহদের রাজা বলেই মনে করা হয়। সূর্য যখন ঘর বদল করে কিংবা নক্ষত্র বদল করে, তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হয়, আবার কারোর জন্য অশুভ হয়।

সূর্যের গোচরে কয়েকদিনের মধ্যে ফুলে-ফলে বৃদ্ধি পাবে৩ রাশির ভাগ্যসূর্যের গোচরে কয়েকদিনের মধ্যে ফুলে-ফলে বৃদ্ধি পাবে৩ রাশির ভাগ্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2025,
  • अपडेटेड 7:26 PM IST
  • বৈদিক জ্যোতিষ অনুসারে ১১ ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

March Lucky Zodiac: সূর্য প্রায় প্রতি মাসেই তার স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। মার্চ মাসে সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। মীন এই রাশিতে প্রবেশ করায় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। সমাজে সম্মান বাড়তে থাকবে। চাকরিতেও পদোন্নতি হবে কিছু রাশির ব্যক্তিদের।

জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে গ্রহদের রাজা বলেই মনে করা হয়। সূর্য যখন ঘর বদল করে কিংবা নক্ষত্র বদল করে, তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হয়, আবার কারোর জন্য অশুভ হয়।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আত্মবিশ্বাস ক্রমশও বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে বসের বিশেষ সহযোগিতা পাবেন আপনি। যদি নতুন চাকরি খোঁজেন, সেখানেও সফলতা আসবে। প্রেম জীবনেও সাফল্য আসবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত। এ সময় আপনার পরিবারের সকলের সঙ্গেই আপনি ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর সূর্য গ্রহের শুভ প্রভাব পড়ায় তাদের আত্মবিশ্বাস বাড়তে থাকবে। সিনেমা, মিডিয়া, লেখালেখির সঙ্গে যেসব ব্যক্তিরা যুক্ত তাদের সাফল্যের সময় শুরু। এসময় আপনার ব্যবসায় খুব উন্নতি হবে। তাছাড়া আপনি যদি বেসরকারি চাকরিতে কর্মরত হন, সেখানেও সাফল্য আসবে। এমনকি বিবাহিত জীবনেও আপনি অনেক সুখী হবেন।

ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর এই গ্রহের শুভ প্রভাব পড়বে। সম্মান বাড়তে থাকবে। সূর্যের প্রভাবে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। তাছাড়া পরিবারের সকলের সঙ্গেই ভালোভাবে সময় কাটাতে পারবেন। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। তাছাড়া এসময় নতুন বাড়ি কিনতে পারেন। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। এসময় বিয়ের প্রস্তাব পেতে পারেন আপনি। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। ভাগ্যের দ্বারা খোলা থাকবে। আপনি পরিবারের সকলের থেকেই ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement