জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ সময়ে সময়ে রাশি পরিবর্তন করে। গত ১৪ জানুয়ারি মকর রাশিতে গমন করেছেন সূর্যদেব। আর মকর রাশির অধিপতি শনিদেব। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিতেই থাকবেন সূর্যদেব। যার প্রভাব সব রাশির মানুষের উপর পড়বে। কিন্তু এমন ৫ রাশি রয়েছে যাঁদের ভাগ্য উজ্জ্বল করবেন সূর্যদেব।
তুলা- সূর্য দেবের যাত্রা আপনার জন্য শুভ হতে চলেছে। কারণ সূর্যদেব আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবেন। যা সন্তান ও প্রেমের সম্পর্কের স্থান হিসেবে বিবেচিত হয়। এই সময়ে কর্মরত ব্যক্তিরাও কঠোর পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সেই সঙ্গে পারিবারিক জীবনও সুখের হতে চলেছে। সূর্য আপনার রাশির অধিপতি। তাই এই সময়টি আপনার জন্য শুভ এবং ফলদায়ক হবে।
মীন - সূর্যদেব রাশি পরিবর্তন করায় মীন রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হতে চলেছে। কারণ সূর্য আপনার রাশির একাদশ ঘরে প্রবেশ করবে। যা আয় ও লাভের জায়গা হিসেবে বিবেচিত হয়। এই সময়ে বিনিয়োগ করলে লাভ পাবেন। অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে শক্তিশালী হবে। ব্যবসায়ীদের আয় বাড়তে পারে। মীন রাশির অধিপতি বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি এবং সূর্য পরস্পরের বন্ধু। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি মীন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে পারে।
মেষ- সূর্যের গমন আপনার জন্য অনুকূল হতে পারে। কারণ সূর্যদেব আপনার রাশির কর্মের ঘরে প্রবেশ করবেন। আপনি ব্যবসায়ী হলে ব্যবসার প্রসার ঘটাতে পারবেন। সূর্যদেবের সমর্থন পেতে পারেন। পেশাগত জীবনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময়ে কাজের সুযোগ পেতে পারেন। কর্মজীবনে উন্নতি লাভ করবেন। সহকর্মীরা আপনার কাজে খুশি হবেন।
বৃষ রাশি- সূর্যের যাত্রা বৃষ রাশির জাতক-জাতিকাদের কপাল খুলে দিয়েছে। চাকরিতে বড় পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার কাজের খুশি হবেন সিনিয়ররা। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। পাবেন ভাগ্যের সঙ্গ।
মিথুন- সূর্যের রাশি পরিবর্তন মিথুন রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে চলেছে। ইতিবাচক পরিবর্তন আসবে আপনার জীবনে। কর্মজীবনে উন্নতির যোগ। চাকরিতে আপনার কাজ প্রশংসিত হবে। সহকর্মীরা পাশে থাকবেন। মানসিক চাপ কমবে।
কর্কট- সূর্যের যাত্রা কর্মজীবনে সুসময় নিয়ে আসবে কর্কট রাশির জাতক-জাতিকাদের। বাড়বে সম্মান। যাঁরা ব্যবসা করছেন তাঁরা লাভবান হতে পারেন। বাইরে বেড়াতে যেতে পারেন। দাম্পত্য জীবন মধুর কাটবে। আচমকা অর্থলাভের যোগ।